Sushant Singh Rajput| Accident|| ভয়াবহ পথ-দুর্ঘটনার সব শেষ! বিহারে সুশান্ত সিংহ রাজপুতের ৫ আত্মীয়ের মর্মান্তিক মৃত্যু

Last Updated:

5 relatives of actor Sushant Singh Rajput Died in accident: মর্মান্তিক দুর্ঘটনায় (road accident) প্রাণ হারালেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের ৫ সদস্য।

সুশান্ত সিং রাজপুতের পরিবারের ৫ আত্মীয়ের মৃত্যু পথ দুর্ঘটনায়। সংগৃহীত ছবি।
সুশান্ত সিং রাজপুতের পরিবারের ৫ আত্মীয়ের মৃত্যু পথ দুর্ঘটনায়। সংগৃহীত ছবি।
#লখিসরাই: মর্মান্তিক দুর্ঘটনায়  (road accident) প্রাণ হারালেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) পরিবারের ৫ সদস্য। মঙ্গলবার সকালে বিহারের ৩৩৩ নম্বর জাতীয় সড়কে (National Highway) লখিসরাই জেলার (Lakhisarai district) হালসি থানার পিপড়ার আপগ্রেড মিডল স্কুলের সামনে একটি ট্রাকের সঙ্গে রাজপুত পরিবারের সদস্যরা যে গাড়িতে ছিলেন সেটির ধাক্কা লাগে। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ট্রাকটি খালি এলপিজি সিলিন্ডারে বোঝাই ছিল।
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জামাইবাবু ওপি সিংহের বোন গীতা দেবী প্রয়াত হয়েছেন। এ দিন তাঁর সৎকারে যোগ দিতে পটনা গিয়েছিলেন রাজপুত পরিবারের বেশ কয়েকজন। সেখান থেকে জামুইয়ের ভান্ডারে নিজেদের বাড়িতে ফেরার সময়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গাড়ির চালকও। লখিসরাইয়ের পুলিশ সুপার সুশীল কুমার জানিয়েছেন, 'ট্রাকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয় টাটাসুমোটির। গাড়িতে সেই সময়ে ১০ জন ছিলেন। দুর্ঘটনায় গাড়ির চালক-সহ পরিবারের পাঁচজন সদস্য অর্থাৎ মোট ৬ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি চার জনকে অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'
advertisement
আরও পড়ুন: মাছ-চিকেন-ডিমে 'না'! এবার শুধুই নিরামিষ ভোজ এই সব ‘সাত্ত্বিক’ ট্রেনে, দেখুন তালিকা...
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিবারের আহত চার সদস্যের মধ্যে বালমুকুন্দ সিং এবং দিলখুশ সিংয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ইতিমধ্যেই পাটনার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি দু'জন বাল্মিকী সিং এবং তনু সিং লখিসরাই জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত পাঁচজনের দেহ উদ্ধার করে লখিসরাই হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের (post-mortem) জন্য। এ দিকে, মৃতেরা হলেন লালজিৎ সিং (ও পি সিংয়ের বোনের বর), তাঁর দুই ছেলে অমিত শেখর ওরফে নেমানি সিং এবং  রামচন্দ্র সিং, মেয়ে বেবি দেবী, ভাগ্নি অনিতা দেবী এবং গাড়ির চালক প্রীতম কুমার। জানা গিয়েছে, লালজিৎ সিং হরিয়ানা পুলিশে কর্মরত ছিলেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকে তাঁর মৃত্যু তদন্ত চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput| Accident|| ভয়াবহ পথ-দুর্ঘটনার সব শেষ! বিহারে সুশান্ত সিংহ রাজপুতের ৫ আত্মীয়ের মর্মান্তিক মৃত্যু
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement