টাইগার জিন্দা হ্যায় দেখার ৫ কারণ !

Last Updated:

সলমন খানের ছবি দেখার জন্য যদি পাঁচ কারণ খুঁজতে হয়, তাহলে প্রতিটি পয়েন্টেই চলে আসে সলমন খানের নাম ৷

#কলকাতা: সলমন খানের ছবি দেখার জন্য যদি পাঁচ কারণ খুঁজতে হয়, তাহলে প্রতিটি পয়েন্টেই চলে আসে সলমন খানের নাম ৷ কারণ, বক্স অফিসে সলমন খানের ছবি মানেই, একটাই ইউএসপি ৷ আর তা হল সলমন ! তবুও ‘এক থা টাইগার’ ছবির সিকোয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’তে সলমন ম্যাজিক তো রয়েইছে, তবে রয়েছে আরও অনেক কিছু, যা নাকি আপনাকে টেনে নিয়ে যেতে পারে সিনেমা হলে ৷
১) সলমন ও ক্যাটরিনাকে নিয়ে গুঞ্জন কম নয় ৷ তার ওপর রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পড়ে ফের সলমন খান ক্যাটরিনা কাইফের সঙ্গে ৷ সেই পুরনো কেমেস্ট্রি, সেই পুরনো প্রেম ৷ টাইগার জিন্দা হ্যায় দেখা যায় তাই শুধু এই জুটির ওপর ভর করেই ৷
২) সলমন খান যে ছবিতে আছেন, সে ছবিকে অ্যাকশন প্যাকড হতেই হবে ৷ তার ওপর এই ছবি একেবারেই টাইগার জিন্দা হ্যায়ের সিকোয়েল ৷ সুতরাং অ্যাকশন তো থাকবেই ৷
advertisement
advertisement
৩) ইতিমধ্যেই টাইগার জিন্দা হ্যায় ছবির গান জনপ্রিয় হয়ে উঠেছে ৷ সঙ্গীত পরিচালক বিশাল-শেখরের সুরে এই ছবির গান কিন্তু টাইগার জিন্দা হ্যায় ছবিকে আলাদা রূপ দিয়েছে ৷
৪) এই ছবিতে ক্যাটরিনা দেখুন হাঁ করে ৷ এত সুন্দর অন্য কোনও ছবিতে ক্যাটরিনাকে লেগেছে কিনা, তা ভেবে দেখা উচিত ৷ তাই এই ছবি দেখা যায় শুধু মাত্র ক্যাটরিনার জন্যই ৷
advertisement
৫) গোটা ছবিটা শ্যুটিং হয়েছে দুবাইতে ৷ তাই দুবাইতে উপভোগ করতে দেখা যেতেই পারে সলমনের টাইগার জিন্দা হ্যায় ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
টাইগার জিন্দা হ্যায় দেখার ৫ কারণ !
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement