Zubeen Garg:Zubeen Garg: রেকর্ড ভেঙে চুরমার! ভোর ৪:৪৫-এ প্রিমিয়ার, ১৮ ​​ঘণ্টার ম্যারাথন শো, জুবিন গর্গের শেষ ছবি নিয়ে 'তোলপাড়' অসম

Last Updated:

Zubeen Garg: 'আগে আমরা আমাদের প্রথম প্রদর্শনী সকাল ৭.৩০ মিনিটে শুরু করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু গতকাল জনসাধারণের চাপ এতটাই বেশি ছিল যে আমরা ভোর ৪.৪৫ মিনিটে প্রথম প্রদর্শনী শুরু করার সিদ্ধান্ত নিয়েছি,'একজন সিনেমা কর্মকর্তা নিউজ18-কে বলেন ।

News18
News18
শুক্রবার অসম একটি ঐতিহাসিক দিনের জন্য প্রস্তুত হচ্ছে কারণ বহুল প্রতীক্ষিত অহমিয়া ছবি ‘রোই রোই বিনলে’, আইকনিক গায়ক জুবিন গর্গের শেষ ছবি, রেকর্ড ভাঙার জন্য প্রস্তুত। ধেমাজিতে ভোর ৪:৪৫-এ প্রথম শো শুরু হবে, যা রাজ্যের চলচ্চিত্র শিল্পে এই প্রথম ঘটছে।
‘আগে আমরা আমাদের প্রথম প্রদর্শনী সকাল ৭.৩০ মিনিটে শুরু করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু গতকাল জনসাধারণের চাপ এতটাই বেশি ছিল যে আমরা ভোর ৪.৪৫ মিনিটে প্রথম প্রদর্শনী শুরু করার সিদ্ধান্ত নিয়েছি,’ একজন সিনেমা কর্মকর্তা নিউজ১৮-কে বলেন ।
আরও পড়ুন-ধেয়ে আসছে ভয়ঙ্কর ‘অশনি’…! আগামী কয়েকঘণ্টায় তোলপাড়, ঝড়-বৃষ্টিতে তছনছ হবে কোন কোন জেলা? এল আবহাওয়ার বিরাট আপডেট
‘এই ঘোষণার পর পরই প্রথম শোয়ের টিকিট প্রায় বিক্রি হয়ে গিয়েছে,’ কর্মকর্তা আরও বলেন। তেজপুরের টিএনজেড সিনেমাসে, ছবিটি ভোর ৫:০০টা থেকে রাত ১১:০০টা পর্যন্ত একটানা চলবে, যেখানে পরপর ১৪টি শো দেখানো হবে।’ আমাদের প্রথম স্ক্রিনে প্রথম শোটি ভোর ৫:০০টায় শুরু হবে, তারপরে দ্বিতীয় স্ক্রিনে ভোর ৫:৩০টায় আরেকটি শো হবে,’ একজন কর্মচারী জানিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! শুক্রের রাজকীয় চালে নভেম্বরেই ‘মালামাল’ ৩ রাশি, ধন-সম্পদ অঢেল টাকার ফোয়ারা, রাজার হালে সুখ
ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে ‘রোই রোই বিনলে’ অসমের প্রতিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এমন একটি সম্মান কোনও ছবির ক্ষেত্রে আগে কখনও অর্জিত হয়নি। আগে অহমিয়া প্রযোজকদের প্রায়শই থিয়েটার স্লটের জন্য মাস বা এমনকি বছরের পর বছর অপেক্ষা করতে হত, সাধারণত গুয়াহাটিতে মাত্র এক বা দুটি বিজোড়-সময়ের শো পেতেন।
advertisement
তবে এই শুক্রবার (৩১ অক্টোবর, ২০২৫), রাজ্যের কোথাও অন্য কোনও ছবি প্রদর্শিত হবে না, ‘রোই রোই বিনলে’-ই কেন্দ্রবিন্দুতে থাকবে। গুয়াহাটির সিনেপলিস মাল্টিপ্লেক্সে ছবিটি প্রতিদিন রেকর্ড ২৫টি শো করার জন্য নির্ধারিত হয়েছে, এছাড়া শহর জুড়ে প্রতিদিন ১৭৯টি শো চলবে। প্রি-বুকিং ইতিমধ্যেই রেকর্ড ভেঙে দিয়েছে, মুক্তির আগেই ৪৯,০০০-এরও বেশি রেটিং পেয়েছে।
প্রয়াত জুবিন গর্গের শেষ ছবির টিকিট বুক করার জন্য ভক্তরা ভিড় করছেন, বিক্রির প্রথম ঘণ্টাতেই ১৫,০০০-এরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অসমের বেশ কয়েকটি থিয়েটার এমনকি সিনেপোলিসে দৈনিক ২৪টি শো করার জন্য অন্যান্য ছবি বাতিল করেছে।
advertisement
অগ্রিম বুকিংও ইতিহাস তৈরি করেছে। টিকিট বিক্রির প্রথম দিন ২৪শে অক্টোবর, ২০২৫ ছবিটি ৪১.২০ লক্ষ টাকা অগ্রিম বুকিং করে আয় করেছে- অসম জুড়ে প্রায় ১৩,৫০০ টিকিট বিক্রি হয়েছে। এটি অহমিয়া সিনেমার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী অগ্রিম, প্রায় প্রতিটি থিয়েটারেই প্রথম সপ্তাহের বুকিং পূর্ণ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Zubeen Garg:Zubeen Garg: রেকর্ড ভেঙে চুরমার! ভোর ৪:৪৫-এ প্রিমিয়ার, ১৮ ​​ঘণ্টার ম্যারাথন শো, জুবিন গর্গের শেষ ছবি নিয়ে 'তোলপাড়' অসম
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement