Bangladesh Film Festival Kolkata: তিনদিন ব্যাপী উৎসবে ২২ বাংলাদেশি ছবি দেখতে দর্শক উপচে পড়লেন নন্দনে, আজই শেষ দিন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Bangladesh Film Festival Kolkata: তিন দিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত নন্দন ১ এবং ২ প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে বাংলাদেশের ছবি। এবার এই উৎসবে বাংলাদেশের মোট ২২টি ছবি রয়েছে।
কলকাতা: বাংলাদেশের সঙ্গে পশ্চিবঙ্গের সম্পর্কের নতুন যোগসূত্র চলচ্চিত্র। ওপার বাংলার ছবি ‘হাওয়া’ এবং ‘সুড়ঙ্গ’ এপার বাংলায় মুক্তি পেয়েছে চলতি বছর। তাতেই এ কথা স্পষ্ট যে, শিল্পের দিক থেকে নতুন করে সংযোগ স্থাপন হচ্ছে দুই বাংলার মধ্যে। তবে তার অনেক আগে থেকেই কলকাতায় অনুষ্ঠিত হয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এবার পঞ্চম বর্ষে পা।
ছবির সময়সূচিবাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের ব্যবস্থাপনায় গত শনিবার থেকে শুরু হয়েছে উৎসব। আজ, সোমবার, ৩১ জুলাই পর্যন্ত তিন দিনের টানা বাংলা ছবির জয়জয়কার নন্দনে। এই তিন দিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত নন্দন ১ এবং ২ প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে বাংলাদেশের ছবি। এবার এই উৎসবে বাংলাদেশের মোট ২২টি ছবি রয়েছে।
advertisement
advertisement
যেগুলি হল, ‘হাসিনা: এ ডটার’স টেল’, ‘জেকে-১৯৭১’, ‘স্ফুলিঙ্গ’, ‘পরাণ’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘বিক্ষোভ,’ ‘দামাল’, ‘গেরিলা’, ‘লাল শাড়ি’, ‘অবিনশ্বর’, ‘গন্ডি’, ‘রেডিও’, ‘ওমর ফারুকের মা’, ‘দেশান্তর’, ‘ধড়’, ‘শ্রাবণ জোৎস্নায়’, ‘গুণিন’, ‘ন ডরাই’, ‘বিউটি সার্কাস’, ‘আলফা’, ‘মা’, ও ‘পাপ-পূণ্য’।
advertisement
গত ২৭ জুলাই, বৃহস্পতিবার এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য সম্প্রচারমন্ত্রী ও এমপি ডক্টর হাছান মাহমুদ এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
পরিচালক ফখরুল আরেফিন খানের তিনটি ছবি ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ এবং ‘অবিনশ্বর’ দেখানো হয়েছে। জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’, অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’, শরিফুল রাজের ‘পরাণ’, নুসরাত ইমরোজ তিশার ‘বীরকন্যা প্রীতিলতা’,
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 31, 2023 10:37 AM IST







