Narendra Modi: 'ভারতের Gen Z বিজেপির উন্নয়নে বিশ্বাস করে', মালদহে BMC-তে জয়ের প্রসঙ্গ টানলেন মোদি

Last Updated:

বৃহন্মুম্বই পৌর সংস্থার নির্বাচনে শুক্রবার জিতেছে বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনা জোট। সেখানের ২২৭টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৮৯টি আসন এবং একনাথের শিবসেনা জিতেছে ২৯টি আসন।

মালদহের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
মালদহের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
মুম্বই: মহারাষ্ট্রে BMC-তে জয়ের প্রসঙ্গে বাংলায় মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদহে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বলেছেন, ভারতের তরুণ প্রজন্ম, বিশেষ করে Gen Z, বিজেপির উন্নয়নের মডেলে বিশ্বাস করে। এদিন মালদহে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার-সহ একাধিক ট্রেনের উদ্বোধন করেন মোদি, সেই সঙ্গে তার দাবি আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার মানুষও বিজেপিকে বেছে নেবেন।
সংবাদমাধ্যম এএনআইতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মোদি এদিন বলেন, “বিজেপি প্রথমবারের মতো মুম্বইতে বৃহন্মুম্বই পৌর সংস্থার (BMC) নির্বাচনে জয় পেয়েছে, যা বিশ্বের অন্যতম বৃহৎ পৌর সংস্থা এবং মহারাষ্ট্র রাজনীতিতে এই জয় গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে, বিজেপির কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে প্রথম মেয়র নির্বাচিত করেছিল। যেখানে একসময় বিজেপির ভোট জেতা অসম্ভব বলে মনে করা হত, সেখানেও বিজেপি এখন অভূতপূর্ব সমর্থন পাচ্ছে।”
advertisement
advertisement
বাংলায় জয় নিয়ে আত্মবিশ্বাসী মোদি এদিন বলেন, “ভারতের মানুষ, বিশেষ করে Gen Z, বিজেপির উন্নয়নের মডেলে বিশ্বাস রেখেছে। এখানে আপনাদের উচ্ছ্বাস দেখে, আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি, এবার বাংলার মানুষও BJP-কে বিপুল ভোটে জেতাবেন।”
advertisement
সেই সঙ্গে রাজ্যের শাসকদলকে আক্রমণ করে মোদি বলেন, “অনুপ্রবেশ বাংলার সামনে খুব বড় চ্যালেঞ্জ। পৃথিবীতে অনেক উন্নত এবং সমৃদ্ধ দেশ রয়েছে, যাদের টাকার অভাব নেই, তবুও তারা অনুপ্রবেশকারীদের সরিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গে থেকেও অনুপ্রবেশকারীদের তাড়ানো সমানভাবে জরুরি।”
advertisement
বৃহন্মুম্বই পৌর সংস্থার নির্বাচনে শুক্রবার জিতেছে বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনা জোট। সেখানের ২২৭টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৮৯টি আসন এবং একনাথের শিবসেনা জিতেছে ২৯টি আসন। ক্ষমতায় আসতে দরকার ছিল ১১৪টি আসন, ১১৮টি আসন পেয়ে BMC-তে ক্ষমতায় এসেছে মহাজুটি।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi: 'ভারতের Gen Z বিজেপির উন্নয়নে বিশ্বাস করে', মালদহে BMC-তে জয়ের প্রসঙ্গ টানলেন মোদি
Next Article
advertisement
Domestic Help Arrest: আসল ভেবে নকল গয়না চুরি! তিন বছর কাজ করে বিশ্বাসভঙ্গ, শান্তিপুর থেকে পুলিশের জালে পরিচারিকা
আসল ভেবে নকল গয়না চুরি! তিন বছর কাজ করে বিশ্বাসভঙ্গ,শান্তিপুর থেকে পুলিশের জালে পরিচারিকা
  • নকল সোনা চুরি করে গ্রেফতার পরিচারিকা৷

  • ঘোলার বাড়ি থেকে খোয়া যায় গয়না৷

  • নদিয়ার শান্তিপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement