কল্যাণপুর: বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ১৬ ফেব্রুয়ারী আর সেই ভোট গ্রহণের ফলপ্রকাশ হবে আগামীকাল, ২ মার্চ, বৃহস্পতিবার। গোটা রাজ্যেই নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চাইছে সুষ্ঠুভাবে ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন হোক এবং গণনা'র পরবর্তীতে রাজ্যে শান্তি-শৃঙ্খলা যাতে বজায় রাখতে পারে তার জন্য বিভিন্ন এলাকায় শান্তির বার্তা দিয়ে বৈঠকও করা হচ্ছে।
সেই বিষয়কে সামনে রেখে বেশ কয়েকদিন ধরে ময়দানে রয়েছে নির্বাচন কমিশনের সচিব কীরণ গীত্যে-সহ কমিশনের অন্যান্য আধিকারিকরা, পাশাপাশি রাজ্যের পুলিশ প্রশাসন এবং বিএসএফ কর্মীরাও ময়দানে তত্পর। সেই মতো কল্যাণপুর থানা পুলিশেরও একই উদ্যোগ লক্ষ্য করা যায়, এলাকার শান্তি বজায় রাখতে থানার পুলিশরা ভোট গণনা প্রাক্ মুহূর্তে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে কল্যাণপুরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন।
আরও পড়ুন: ফের ভাইরাস-আতঙ্ক! জ্বর, কাশি, শ্বাসকষ্ট! এক্কেবারে করোনার মতো, বাচ্চাদের সামলে..
আরও পড়ুন: শহরে অ্যাডিনো-আতঙ্ক! জ্বর হলেই বাচ্চাকে উল্টোপাল্টা ওষুধ নয়, আগে দেখে নিন পুরসভা কী বলছে
কল্যাণপুর থানা এলাকায় দেখা গেল থানার পুলিশ বাবু-সহ বিএসএফ-টিএসআর বাহিনীর কর্মীরা বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলছেন যাতে ভোট গণনার পরবর্তীতেও শান্তিশৃঙ্খলা বজায় থাকে। এ দিনের টহলে কল্যাণপুর থানার পুলিশ আসক্ত অবস্থায় যাকে সামনে পাচ্ছে, তাঁদের মাদক আইনে গ্রেফতার করে কল্যাণপুর থানায় নিয়ে আসে।
এ দিন মোট ১২ জনকে কল্যাণপুর থানায় নিয়ে আসে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার। এ দিন কল্যাণপুর থানার পক্ষ থেকে আগামী ২ মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানানো হয় এবং এলাকাতে কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গেই থানার পুলিশকে ওয়াকিবহাল করার জন্য জানান।
লাইভ আপডেট পেতে ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 | Tripura Election Result 2023আবীর ঘোষাল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।