Uttar Pradesh election results 2024: এনডিএ-ইন্ডিয়া সমানে সমানে লড়াই, চমক দিল উত্তর প্রদেশ! অযোধ্যাতেও পিছিয়ে বিজেপি

Last Updated:

২০১৯ সালেও এনডিএ উত্তর প্রদেশ থেকে জয়ী হয়েছিল ৬৩টি আসনে৷ ৬১টি আসন বিজেপি একাই দখল করেছিল৷

লখনউ: শেষ পর্যন্ত গোটা দেশে ভোটের ফল যাই হোক না কেন, সম্ভবত সবথেকে বড় চমক দিতে চলেছে উত্তর প্রদেশ৷ যাবতীয় হিসেব নিকেশ উল্টে দিয়ে উত্তর প্রদেশে এনডিএ-র থেকে সামান্য হলেও এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট৷ শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ইন্ডিয়া এবং এনডিএ-র মধ্যে প্রায় সমানে সমানে লড়াই চলছে৷
২০১৪-এর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৩টি জিতেছিল এনডিএ৷ বিজেপি একাই পেয়েছিল ৭১টি আসন৷ অন্যদিকে ২০১৯ সালেও এনডিএ উত্তর প্রদেশ থেকে জয়ী হয়েছিল ৬৩টি আসনে৷ ৬১টি আসন বিজেপি একাই দখল করেছিল৷ এমন কি যে রাম মন্দির নিয়ে দেশ জুড়ে প্রচার করেছে বিজেপি, সেই অযোধ্যা যে লোকসভার মধ্যে পড়ে সেই ফৈজাবাদেও পিছিয়ে রয়েছে বিজেপি৷  সেখানে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী৷
advertisement
advertisement
এবার অবশ্য বিজেপির বিরুদ্ধে একজোট হয়েছে লড়েছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস৷ সমাজবাদী পার্টি লড়েছিল ৬২টি আসনে, কংগ্রেস লড়াই করে ১৭টি আসনে, একটি আসনে লড়ে তৃণমূল৷
এ দিন ভোট গণনা শুরুর পর থেকেই উত্তর প্রদেশে কাঁটায় কাঁটায় টক্কর চলছে এনডিএ এবং ইন্ডিয়ার মধ্যে৷ শেষ পর্যন্ত গোটা দেশে যাই হোক না কেন, উত্তর প্রদেশে এই প্রবণতা বজায় থাকলে তা গেরুয়া শিবিরের চিন্তা অনেকটাই বাড়াবে৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Uttar Pradesh election results 2024: এনডিএ-ইন্ডিয়া সমানে সমানে লড়াই, চমক দিল উত্তর প্রদেশ! অযোধ্যাতেও পিছিয়ে বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement