Lok Sabha elections results 2024: এগিয়ে ১০০-র বেশি আসনে, ২০১৪-র পর সবথেকে ভাল ফলের পথে কংগ্রেস

Last Updated:

২০১৯-এর ভোটেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় কংগ্রেস৷ ৩০৩টি আসনে জয়ী নতুন রেকর্ড গড়ে বিজেপি৷

ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস? ছবি- পিটিআই
ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস? ছবি- পিটিআই
নয়াদিল্লি: শেষ পর্যন্ত ভোট গণনার ফল কী হবে, তা জানতে আরও কয়েক ঘণ্টার অপেক্ষা৷ কিন্তু একটি বিষয় পরিষ্কার, ২০১৪ সালের পর এবারই সম্ভবত সবথেকে ভাল ফল করতে চলেছে কংগ্রেস৷ ভোট গণনার প্রাথমিক যে প্রবণতা, তাতে ইতিমধ্যেই একশোর বেশি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস৷
বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল, কংগ্রেস এবারও ৮০-র নীচেই থাকবে৷ যদিও ইভিএম খোলার পর থেকেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে লড়াইয়ে ফেরে কংগ্রেস সহ বিরোধীরা৷ সকাল দশটা পর্যন্ত যা প্রবণতা, তাতে এনডিএ এগিয়ে থাকলেও বিরোধীদের ইন্ডিয়া জোট ২০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে৷
advertisement
advertisement
২০১৪ সালে রাহুল গান্ধির নেতৃত্বাধীন কংগ্রেস মোদি ঝড়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছিল৷ ২০০৯ সালের তুলনায় ১৬২টি আসন কম পেয়েছিল কংগ্রেস৷ মাত্র ৪৪টি আসনে জয়ী হয় কংগ্রেস৷ সেখানে বিজেপি একক ভাবে জয়ী হয় ২৮৬টি আসনে৷ উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশের মতো রাজ্য থেকে কার্যত মুছে যায় কংগ্রেস৷ উত্তর প্রদেশে শুধুমাত্র অমেঠি এবং রায়বরেলি আসন দুটি জেতে কংগ্রেস৷
advertisement
২০১৯-এর ভোটেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় কংগ্রেস৷ ৩০৩টি আসনে জয়ী নতুন রেকর্ড গড়ে বিজেপি৷ সেখানে টেনেটুনে ৫০-এর গণ্ডি পেরোয় কংগ্রেস৷ এমন কি, অমেঠি থেকে হেরে যান রাহুল গান্ধি নিজেও৷ ওয়ানাড থেকে জিতে মানরক্ষা হয় তাঁর৷ এই বিপর্যয়ের পরই কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধি৷
এবারের লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে ঠেকাতে জোট গঠন করেছিলেন বিরোধীরা৷ নাম দেওয়া হয় ইন্ডিয়া জোট৷ যদিও কোনও বুথ ফেরত সমীক্ষাতেই ইন্ডিয়া জোটকে নিয়ে ইতিবাচক কোনও ইঙ্গিত দেওয়া হয়নি৷ তবে গণনা শুরু হতেই বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে দুশোর বেশি আসনে এগিয়ে গিয়েছে৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections results 2024: এগিয়ে ১০০-র বেশি আসনে, ২০১৪-র পর সবথেকে ভাল ফলের পথে কংগ্রেস
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement