Lok Sabha Election 2024: লক্ষ্মীর ভান্ডারের বার্তা-সহ শাড়ি পরে ভোটকেন্দ্রে গেলেন তৃণমূলকর্মী, তার পর যা হল....
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Lok Sabha Election 2024: লক্ষ্মীর ভান্ডার শাড়ি পরে ভোট দিতে এলেন শাসক দলের মহিলা কর্মী। আর এই শাড়িকে কেন্দ্র করেই ধুন্ধুমার, বচসা পুলিশের সঙ্গে।
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: লক্ষ্মীর ভান্ডার শাড়ি পরে ভোট দিতে এলেন রাজ্যের শাসক দলের এক মহিলা কর্মী। আর এই শাড়িকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিকের। সোমবার নির্দিষ্ট ভোট কেন্দ্রে ভোট দিতে যান ওই মহিলা তৃণমূল কর্মী। তবে তিনি যে শাড়ি পরেছিলেন সেই শাড়ির মধ্যে ছিল ভাঁড়ের ছবি এবং লক্ষ্মীর ভান্ডার লেখা। জানা যায় এই শাড়ি দেখার পরই বিজেপির তরফে অভিযোগ জানানো হয়।
এই প্রসঙ্গে বিশাল চৌধুরী নামের স্থানীয় বিজেপি নেতা বলেন , “আমরা অনেকক্ষণ ধরেই দেখছি উনি ওই শাড়ি পরে বুথের মধ্যে ঢুকছেন এবং বেরোচ্ছেন। ভোট দিয়ে চলে গেলে সেটা ঠিক ছিল। কিন্তু উনি বাইরে বারান্দায় বেঞ্চে বসে ছিলেন। এটা নির্বাচন। লক্ষ্মীর ভান্ডারের প্রচার করা শাড়ি পরে থাকা যায় না। এবং এজেন্ট ছাড়া বুথে কেউ থাকতে পারেন না। ওই মহিলা এজেন্ট নন। সেই কারণে আমরা প্রশাসনের কাছে রিপোর্ট করি। এটার মাধ্যমে সাধারণ মানুষকে প্রভাবিত করা হচ্ছিল।”
advertisement
তবে পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জানিয়েছেন, “বিষয়টা কিছুই নয়। মেয়েরা কোথাও থেকে শাড়ি এনেছে। লক্ষ্মীর ভান্ডার মা লক্ষ্মীর প্রতীক। আবহমান কাল থেকে লক্ষ্মীর ভান্ডারে টাকা জমানোর কথা বলা হচ্ছে। সেই শাড়ি পরেই ভোট দিতে এসেছিলেন। কিন্তু কত বড় ঔদ্ধত্য ওই পুলিশ অফিসারের! তিনি বলছেন আপনি শাড়ি পাল্টে আসুন। কিন্তু কেন শাড়ি পাল্টে আসবে? লক্ষ্মীর ভান্ডার তো আর আমাদের পার্টির প্রতীক নয়। অযথা একটা উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে।”
advertisement
advertisement
আরও পড়ুন : শ্রীরামপুর লোকসভায় এসে সন্দেশখালির মহিলাদের চোখে জল! রাজনৈতিক টানাপড়েন অব্যাহত
অন্যদিক লক্ষ্মীর ভান্ডার শাড়ি পরে আসা ওই মহিলা অনিমা দেবনাথ বলেন, “পুলিশ বলছে এই শাড়ি পরেএখানে আসা যাবে না, থাকা যাবে না । শাড়িতে কী সমস্যা রয়েছে তা আমি জানি না। আমি ভোট দিয়েছি।” প্রসঙ্গত এই লক্ষ্মীর ভান্ডার শাড়িকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলেও পরবর্তিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2024 8:39 PM IST