Lok Sabha Election 2024: শ্রীরামপুর লোকসভায় এসে সন্দেশখালির মহিলাদের চোখে জল! রাজনৈতিক টানাপড়েন অব্যাহত

Last Updated:

Lok Sabha Election 2024: নিজেদের দুঃখ কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সন্দেশখালি এক ব্লকের এক মহিলা। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নিজেদের যে ক্ষোভ রাগ সব উগরে দিলেন মহিলারা।

+
কান্নায়

কান্নায় ভেঙে পড়েছেন সন্দেশখালীর এক মহিলা

রাহী হালদার, হুগলি: হুগলির শ্রীরামপুরে সন্দেশখালির ৫ নির্যাতিতা। নিজেদের দুঃখ কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সন্দেশখালির এক মহিলা। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নিজেদের সব ক্ষোভ, রাগ, উষ্মা সব উগরে দিলেন মহিলারা। সংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি পার্টি অফিসে কান্নায় ভাসালেন তাঁরা।সোমবার দুপুরে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুর সমর্থনে শ্রীরামপুরে প্রচারে আসেন সন্দেশখালির ৫ জন নির্যাতিতা।
সেখানেই ডানকুনির বিজেপি কার্যালয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁদেরই মধ্যে কয়েকজন মহিলা। কীভাবে দিনের পর দিন, রাতের পর রাত তাঁদের উপর নির্যাতন ঘটেছে, সেই বিষয়টি তুলে ধরেন তাঁরা। বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁদের মধ্যে এক মহিলা অনিতা সর্দারকে বলতে শোনা যায়, তাঁদের তিন পুরুষের ভিটেবাড়ির জমি কীভাবে শাহজাহান বাহিনী দখল করে রেখেছিল। তিনি বলেন  সন্দেশখালির সবকিছুই হয় শাহজাহানের কথায়। তাঁরা কেউ বিজেপিকে সমর্থন করেন না বলেই দাবি। তাঁরা সাধারণ মানুষ। সাধারণ মানুষ হিসেবেই তাঁরা সেখানে গিয়েছেন বলে দাবি।
advertisement
এই প্রসঙ্গে শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবীর শংকর বসু বলেন, ‘‘শুধুমাত্র শ্রীরামপুর লোকসভা নয়, গোটা বাংলায় এই মহিলাদের চোখের জলের কান্নার প্রভাব পড়বে। একই সঙ্গে শ্রীরামপুর লোকসভায় নিজের মেয়ের চোখের জলের কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেখানে সন্দেশখালির মহিলাদের চোখের জলের মাহাত্ম্য নেই? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও একের পর এক সংসার ভেঙে চলেছেন। এর হিসাব মানুষ বুঝিয়ে দেবে ভোটের ফলাফলে।’’ ক্ষোভ উগরে দিলেন কবীর শঙ্কর বসু।
advertisement
advertisement
আরও পড়ুন : অতি প্রাচীন এই শীতলা মন্দিরে বৈশাখের শেষ সপ্তাহে ভক্ত সমাগম
অন্যদিকে সন্দেশখালির মহিলাদের প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সন্দেশখালিতে যে মিথ্যা সাজানো ঘটনা সেটা প্রমাণ হয়ে গিয়েছে ভিডিও থেকে। এখানেও যাঁদের আনা হয়েছে তাঁদেরও মনে হয় সাজিয়ে নিয়ে আসা হয়েছে।’’ এর পিছনে কোন আইনি পরামর্শদাতার কাজ রয়েছে বলে অনুমান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এঁদের পিছন থেকে কারা মদত দিচ্ছে তাদেরই খুঁজে বার করবেন বলে এমনটা জানিয়েছেন বিদায়ী সাংসদ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: শ্রীরামপুর লোকসভায় এসে সন্দেশখালির মহিলাদের চোখে জল! রাজনৈতিক টানাপড়েন অব্যাহত
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement