Lok Sabha Elections results 2024 TMC: 'ইউসুফ তুমি জায়ান্ট কিলার', হেরে গেলেও উত্তম-সুজাতার প্রশংসায় নেত্রী মমতা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Lok Sabha Elections results 2024 TMC: জেতা সাংসদদের নিয়ে শনিবার বিশেষ বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কলকাতা: জেতা সাংসদদের নিয়ে শনিবার বিশেষ বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
দলীয় সাংসদদের বৈঠকে সদ্য নির্বাচিত হওয়া ইউসুফ পাঠান, মিতালি বাগ, রচনা বন্দোপাধ্যায় ও জগদীশ বসুনিয়ার ব্যাপক প্রশংসা করলেন দলনেত্রী। এর মধ্যে বহরমপুর লোকসভা কেন্দ্রে পাঁচ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেছেন ইউসুফ পাঠান। সেই নিয়ে মমতা বলেন, “ইউসুফ তুমি জায়ান্ট কিলার, গোটা জেলাকে সাধুবাদ দিতে হবে।” এছাড়াও মিতালি বাগ জিতেছেন আরামবাগ থেকে, হুগলি থেকে জয় পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যা এবং জগদীশ বসুনিয়া নির্বাচিত হয়েছেন কোচবিহার থেকে।
advertisement
advertisement
লোকসভায় হেরে প্রশংসিত হয়েছেন উত্তম বারিক এবং সুজাতা মণ্ডল। তিনি বলেন, “সুজাতা অল্প ব্যবধানে হেরে গেল, কিন্তু ও আমাদের দারুণ লড়াই দিয়েছে”। কাঁথিতে পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বারিককে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কাঁথিতে উত্তম বারিক আমাদের বাঘের মতো লড়েছে”। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর এ দিনের ভাষণে উঠে আসে পূর্ব মেদিনীপুর এবং মালদহের প্রসঙ্গও। সেই সঙ্গে হুগলিতে জেতার জন্য মমতার কথা উঠে আসে সিঙ্গুর প্রসঙ্গও, সিঙ্গুরের নেতা বেচারাম মান্নার প্রশংসা করেন মমতা।
advertisement
দলের সাফল্য নিয়ে মমতা বলেন, “২০১৯ সালে আমরা ১৬১ বিধানসভা আসনে এগিয়ে ছিলাম আর বিজেপি এগিয়েছিল ১২১ আসনে। এবার ২০২৪ সালে ১৯২ আসনে আমরা এগিয়ে আছি। আর বিজেপি এগিয়ে আছে ৯০ আসনে। যা আগের বার ছিল ১২১ আসনে”।
তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন হচ্ছেন মমতা বন্দোপাধ্যায়, লোকসভার নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, উপ দলনেতা কাকলি ঘোষ দস্তিদার এবং মুখ্য সচেতক হচ্ছেন কল্য়াণ বন্দ্য়োপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা থাকছেন ডেরেক ও’ ব্রায়েন, উপ দলনেতা হচ্ছন সাগরিকা ঘোষ এবং রাজ্যসভার মুখ্য সচেতক হচ্ছেন নাদিমুল হক।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 08, 2024 7:11 PM IST