Third Modi Government: চিরাগ পাসোয়ান থেকে কুমারস্বামী- মোদির মন্ত্রিসভায় কারা? বাংলা থেকেই বা কে মন্ত্রী হতে পারেন?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Lok Sabha Election Results: রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। এ বার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই কেন্দ্রে গুরুত্ব পাচ্ছে শরিক দলগুলি।
নয়াদিল্লি: রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। এ বার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই কেন্দ্রে গুরুত্ব পাচ্ছে শরিক দলগুলি। তাই নীতীশ কুমারের জেডিইউ, চন্দ্রবাবুর টিডিপির- সহ শরিক দলগুলির হাতে কার হাতে কোন মন্ত্রক থাকছে তাই নিয়ে রয়েছে জল্পনা।
সূত্রে খবর লখনউ থেকে জেতা বিজেপির সাংসদ রাজনাথ সিংহ আগের মতোই প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন। এর আগে কুমারস্বামী ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁর দল কৃষি মন্ত্রকের প্রতি আগ্রহী। সূত্রের খবর, বিহার থেকে সবচেয়ে বেশি মন্ত্রী হতে পারেন তৃতীয় মোদি সরকারের আমলে। মন্ত্রিত্ব পেতে পারেন জেডিইউয়ের লালন সিং, সঞ্জয় কুমার ঝা, রাম নাথ ঠাকুর, সুনীল কুমার, কৌশলেন্দ্র কুমার, মন্ত্রী হতে পারেন লোক জন শক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান, হিন্দুস্তান আওয়াম মোর্চার জিতন রাম মাঝি।
advertisement
advertisement
অন্ধ্রপ্রদেশ থেকে বিজেপির গুরুত্বপূর্ণ সঙ্গী টিডিপি। টিডিপি থেকে মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন কিঞ্জারাপু নাইডু। কর্নাটাকের জেডিএস থেকে মন্ত্রী হতে পারেন কুমারস্বামী। উত্তরপ্রদেশ থেকে আপনা দল পার্টির অনুপ্রিয়া পটেল মন্ত্রী হতে পারেন, সেই সঙ্গে আরএলডির প্রধান জয়ন্ত চৌধুরীও মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন।
advertisement
বিজেপির সাংসদদের মধ্যে মহারাষ্ট্র থেকে নিতিন গড়কড়ি, পীযূষ গয়াল, প্রতাপরাও যাদব; মধ্যপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্দিয়া এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান; ওড়িশা থেকে দু’জন বিজেপির মন্ত্রী হতে চলেছেন- ধর্মেন্দ্র প্রধান। কর্নাটকের প্রহ্লাদ যোশী- সহ চার জন বিজেপির সাংসদ মন্ত্রী হতে পারেন। মোদির মন্ত্রীসভায় উত্তরপূর্ব ভারত থেকে চার জন মন্ত্রী হতে চলেছেন। তৃতীয় বারের জন্য মোদির সরকারে মন্ত্রী হতে পারেন জম্মু ও কাশ্মীর এবং কেরালার সদস্য। রাজ্য থেকে একমাত্র মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 08, 2024 4:49 PM IST