Lok Sabha elections 2024: ভোট শুরুর আগেই বেনজির পরিস্থিতি, রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূলের নালিশ, বোসকে আটকাবে কমিশন?

Last Updated:

কমিশন সূত্রে খবর, রাজ্যপালের গতিবিধির উপরে কমিশনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে৷

বোসের বিরুদ্ধে কমিশনে তৃণমূল৷
বোসের বিরুদ্ধে কমিশনে তৃণমূল৷
কলকাতা: রাজ্যে প্রথম দফার নির্বাচনের আগে চরমে শাসক দল তৃণমূলের সঙ্গে রাজ্যপালের সংঘাত৷ বেনজির ভাবে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস৷ রাজ্যপাল নির্বাচন প্রক্রিয়ায় বার বার হস্তক্ষেপ করছেন বলে অভিযোগের পাশাপাশি  কমিশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রচার বন্ধ হওয়ার পরেও যে এলাকায় ভোট সেখানে আজ এবং কাল রাজ্যপালের যাওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷
প্রসঙ্গত, আগামিকাল প্রথম দফায় রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে৷ রাজ্যপাল আগেই জানিয়েছিলেন, ভোটের দিন এই কেন্দ্রগুলির পরিস্থিতি নিজে উপস্থিত থেকে দেখতে চান তিনি৷ সেই মতো, আজই রাজ্যপালের আলিপুরদুয়ারে পৌঁছনোর কথা৷
advertisement
advertisement
যদিও রাজ্যপালের এই সফর নিয়ে কমিশনেরও আপত্তি রয়েছে বলে সূত্রের খবর৷ গতকালই রাজ্যপালকে উত্তরবঙ্গের এই তিন কেন্দ্রে না যাওয়ার জন্য অনুরোধ করে কমিশনের পক্ষ থেকে রাজ ভবনে বার্তা পাঠানো হয় বলে খবর৷ তার পরেও অবশ্য রাজ্যপাল নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন বলে খবর৷
যদিও কমিশন সূত্রে খবর, রাজ্যপালের গতিবিধির উপরে কমিশনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে৷ রাজ্যপাল আজ যদিও আলিপুরদুয়ার যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে বাগডোগরা বিমানবন্দরে অথবা আলিপুরদুয়ারে ঢোকার আগেই তাঁকে আটকাতে পারে কমিশন৷ তা না হলে আলিপুরদুয়ারে ঢুকতে দেওয়া হলেও রাজ্যপালকে কোথাও ঘুরতে দেওয়া হবে না বলেই কমিশন সূত্রে খবর৷
advertisement
তৃণমূলের পক্ষ থেকে কমিশনে পাঠানো চিঠিতে সরাসরি অভিযোগ করা হয়েছে, ‘প্রচার বন্ধ হওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার নন, এমন রাজনৈতিক ভাবে প্রভাবশালী ব্যক্তিরা ভোটমুখী কেন্দ্রগুলিতে থাকতে পারেন না৷ রাজ্যপাল সি ভি আনন্দ বোস অতীতে উত্তরবঙ্গে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন৷ তিনি ভোটের আগের দিন এবং ভোটের দিন আলিপুরদুয়ারে উপস্থিত থাকলে অবাধ নির্বাচনে প্রভাব পড়তে পারে৷ ফলে তাঁর এই সফরকে ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ বলেই গণ্য করা উচিত৷’
advertisement
সহ প্রতিবেদন- মৈত্রেয়ী ভট্টাচার্য
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections 2024: ভোট শুরুর আগেই বেনজির পরিস্থিতি, রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূলের নালিশ, বোসকে আটকাবে কমিশন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement