Satabdi Roy: হ্যাটট্রিক হয়ে গিয়েছে, চতুর্থ বার সাংসদ হওয়ার লড়াইয়ে বিরাট চমক শতাব্দীর

Last Updated:

লোকসভা নির্বাচনের আগে শতাব্দী নিজেই এই গান লিখে ফেলেছেন।

+
নিজের

নিজের লেখা গানে তালে তাল মিলাচ্ছেন শতাব্দী

বীরভূম: একটানা ১৫ বছরের সাংসদ।একদিকে অভিনেত্রী অন্য দিকে বিদায়ী সাংসদ, বীরভূম জুড়েই তাঁর ফ্যান-ফলোয়ার শুধু নয়, ভালবাসার অসংখ্য মানুষ ছড়িয়ে ছিঁটিয়ে আছে।এমন কি, বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীরা তাঁর কর্মপদ্ধতির স্বচ্ছতা ও সততার ভূয়সী প্রশংসা করেন প্রকাশ্যেই।
এবার নির্বাচনী প্রচারে অভিনবত্ব আনতে লালমাটির বাসিন্দা সাধারণ তৃণমূলকর্মী ও সমর্থকদের নিয়েই ‘বীরভূমকে ভালবেসে’ নামে থিম ভিডিও তৈরি করলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।এলাকার বিধায়ক, মন্ত্রী থেকে শুরু করে পরিচিত তৃণমূল নেতা-কর্মীরাই ভিডিও- র অভিনেতা-অভিনেত্রী।তাঁরই লেখা ও গাওয়া গান, তাঁরই ভাবনা ও অভিনয়ের পাশাপাশি বলা যেতে পারে ২৫ বছরের অভিনয়ের দক্ষতা ও অভিজ্ঞতা তিনি মিশিয়ে দিয়েছেন এই থিম ভিডিওতে।
advertisement
advertisement
২ মিনিট ৩৫ সেকেন্ডের এই গানের কথাগুলিও খুবই হৃদয়স্পর্শী এবং বীরভূমবাসীর আবেগ-উচ্ছ্বাস মেশানো। দিয়েছেন সুর দিয়েছেন পীযূষ।
শতাব্দী নিজেই লিখেছেন, ‘জিতব আমি, জিতব আমরা, জিতবে তৃণমূল, বীরভূম আজ দিদির সঙ্গে জিতবে তৃণমূল।’  তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এর বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে গানের মধ্যে দিয়ে।রবিবার থিম-ভিডিও প্রকাশ পেতেই তাঁর লেখা গানের কথা ছাড়িয়েছে রাজ্যের নানা প্রান্তে।প্রকাশ হওয়ার থিম সংটি কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার লাইক ও ভিউ হয়ে গিয়েছে।
advertisement
শতাব্দী এই গানের শ্যুটিং করেছেন নিজের সংসদীয় কেন্দ্রের বিভিন্ন স্পটে।কখনও হুডখোলা জিপে, কখনও আদিবাসী পাড়ায় তাঁদের নাচের তালে, কখনও মিছিলে।কিন্তু নির্বাচনের আগে কেন এমন ভিডিও? বীরভূমের বিদায়ী সাংসদ এবং লোকসভা নির্বাচনের প্রার্থী শতাব্দী রায় জানালেন, ‘এখন দেশ এগোচ্ছে। মানুষ গরুর গাড়ি ছেড়ে উড়ো জাহাজ চড়ছে।লোকের হাতে হাতে স্মার্ট ফোন।এ ছাড়াও দলের একাধিক থিম সং রয়েছে।এটা তার সঙ্গে যুক্ত হল।তাই ২ মিনিট ৩৫ সেকেন্ডের একটা প্রচারের থিম ভিডিও বানালাম। যা একদম নতুন।”
advertisement
প্রসঙ্গত তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, শতাব্দী রায় নির্বাচন কমিশনের কাছে ভিডিও-র স্ক্রিপ্ট ও ছবি জমা দিয়ে অনুমতি নিয়ে তবেই সেটি প্রকাশ করলেন সিউড়ির তৃণমূল ভবনে। তাঁর এই থিম সং নিয়ে উচ্ছাস দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Satabdi Roy: হ্যাটট্রিক হয়ে গিয়েছে, চতুর্থ বার সাংসদ হওয়ার লড়াইয়ে বিরাট চমক শতাব্দীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement