Saayoni Ghosh: প্রচার শেষ হতেই সায়নী বললেন, 'আমি জিতে গেছি'! যাদবপুরে কি জিতে গেল তৃণমূল? জানুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Saayoni Ghosh: বৃহস্পতিবার যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে প্রচারে আসেন বলিউডের অভিনেতা শত্রুঘ্ন সিনহা।
দক্ষিণ ২৪ পরগনা: বৃহস্পতিবার শেষবেলার প্রচারে ঝড় তুলতে মরিয়া সকল রাজনৈতিক দলের নেতৃত্ব। বৃহস্পতিবার যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে প্রচারে আসেন বলিউডের অভিনেতা শত্রুঘ্ন সিনহা।
রেশন দুর্নীতি নিয়ে অভিনেত্রী ঋতুপর্ণাকে তলব করেছে তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। আগামী ৫ জুন অভিনেত্রী ঋতুপর্ণাকে দফতরে হাজির হওয়ার কথা বলেছে তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সার্বিক ভাবেই রেশন দুর্নীতিতে নিজের নাম জড়ানোর পর অস্বস্তির মুখে পড়েছে অভিনেত্রী ঋতুপর্ণা। এবার ঋতুপর্ণার পাশে দাঁড়াল আর এক অভিনেত্রী সায়নী ঘোষ।

advertisement
advertisement
আরও পড়ুন: ৬ দফার ‘খামতি’ পুষিয়ে দেবে শেষ দফা? ভাঙড়ে যা ঘটছে, আতঙ্ক বাড়ছে চড়চড়িয়ে
সায়নীর দাবি, ‘চক্রান্ত হতেই পারে। কারণ ইডি কখন কী করে তা সব থেকে ভাল ওরা জানে। ঋতুদিকে এর আগেও অনেকবার ‘গ্রিল’ করা হয়েছে। কিন্তু, তিনি খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলেছেন। আমি আশা করব এবারেও তা হবে।’ এর আগে একাধিকবার ‘এজেন্সি রাজনীতি’ প্রসঙ্গ শোনা গিয়েছে রাজ্যের শাসকদলের নেতাদের কণ্ঠে।
advertisement
আরও পড়ুন: বৃষ্টিভেজা দিনে খিচুড়ি না খেলেই নয়! খিচুড়ি খেলে শরীরে কী হয় জানেন? রইল লোভনীয় এক রেসিপি
তাঁদের দাবি ছিল, ইডি-সিবিআই-আয়করের মতো এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছিলেন বিজেপি নেতারা। সায়নী ঘোষ বলেন, ‘মানুষের যে সমর্থন ও ভালবাসা পেয়েছি তাতে জয়ের ব্যাপারে আশাবাদী।’ আত্মবিশ্বাসী সায়নীর মন্তব্য, ‘আমি জিতে গেছি।’
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2024 6:41 PM IST