PM Modi: ভোট প্রচারে কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী, মোদির পাশাপাশি রোড শো অমিত শাহরও
- Reported by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
PM Modi's Road Show in Kolkata: কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও যাদবপুর কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে কলকাতায় মেগা রোড শো মোদির। প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহও রোড শো করবেন।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ভোট প্রচারে কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও যাদবপুর কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে কলকাতায় মেগা রোড শো মোদির। প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহও রোড শো করবেন।
কলকাতায় মোদি শাহকে দিয়ে সভা করারও পরিকল্পনা বঙ্গ বিজেপির। সভা করার বিষয়টি চূড়ান্ত না হলেও পৃথক রোড শো করবেন মোদি-শাহ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও নরেন্দ্র মোদি এবং অমিত শাহ আলাদা আলাদা দুটি রোড শো করবেন কলকাতায়। তবে তাঁদের সভা করার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।’’
advertisement
advertisement
শেষ দফার ভোট প্রচারে কলকাতায় রোড শো মোদি- শাহর রাজনৈতিক ভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। প্রধানমন্ত্রীর কলকাতায় রোড শো করার বিষয়টি চূড়ান্ত হলেও রোড ম্যাপ এখনও চূড়ান্ত হয়নি। কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর বারাসাত দমদম যাদবপুর এই কেন্দ্রগুলিকে একত্রিত করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে পৃথক রোড শো করার পরিকল্পনা বঙ্গ বিজেপির।
advertisement
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পর এবার গেরুয়া শিবিরের নজরে কলকাতা। চব্বিশের ভোটকে পাখির চোখ করে কলকাতা থেকে দলের সংসদ সদস্য করার ব্যাপারে মরিয়া গেরুয়া শিবির। একদিকে যখন লোকসভা ভোটের শেষ প্রচার কলকাতা দিয়ে শেষ করবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রচারের ময়দানে কলকাতায় নামিয়ে বাজিমাত করতে চাইছে পদ্ম শিবির।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2024 7:07 AM IST








