PM Modi: মনোনয়ন জমা দিলেন নরেন্দ্র মোদি, গোটা বারাণসী জুড়েই সাজোসাজো রব
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার মহাসমারোহে মনোনয়ন পত্র জমা দিলেন নরেন্দ্র মোদি। গতকাল, সোমবার দিনভর সংখ্যালঘুদের বার্তা দিতে চেষ্টার ত্রুটি রাখেননি মোদি। পটনা সাহিবে পাগড়ি মাথায় ভোগ রান্নায় হাত লাগান এবং তা পরিবেশনও করেন।
বারাণসী: লোকসভা নির্বাচনের শেষ পর্বে অর্থাৎ ১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে ভোটগ্রহণ। মঙ্গলবার মহাসমারোহে মনোনয়ন পত্র জমা দিলেন তিনি। গতকাল, সোমবার দিনভর সংখ্যালঘুদের বার্তা দিতে চেষ্টার ত্রুটি রাখেননি মোদি। পটনা সাহিবে পাগড়ি মাথায় ভোগ রান্নায় হাত লাগান এবং তা পরিবেশনও করেন প্রধানমন্ত্রী।
#WATCH | Prime Minister Narendra Modi files nomination from Varanasi Lok Sabha seat for #LokSabhaElections2024
Uttar Pradesh CM Yogi Adityanath is also present on the occasion. pic.twitter.com/woWNPgqdiG
— ANI (@ANI) May 14, 2024
advertisement
advertisement
এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি করেন প্রধানমন্ত্রী মোদি। এরপর তিনি কাশী কোতোয়ালে গিয়ে আশীর্বাদ নেন। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি রুদ্রাক্ষে শ্রমিক সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ গোটা বারাণসী জুড়েই এখন সাজো সাজো রব।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2024 12:41 PM IST