Nitish attack Centre: নতুন সংসদ ভবন তৈরি আসলে ইতিহাসকে বদলানোর পরিকল্পনা, দাবি নীতিশ কুমারের
- Published by:Swaksharsen Gupta
- news18 bangla
Last Updated:
নীতিশ কুমারের অভিযোগ, নতুন সংসদ ভবন নির্মাণের মাধ্যমে দেশের ইতিহাসকে বদলে ফেলার আরও একটি পরিকল্পনা করা হচ্ছে। আর এজন্য কেন্দ্রের শাসক দল বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান তিনি।
পাটনা : নতুন সংসদ ভবন তৈরির প্রয়োজনীয়তা নিয়ে এবার প্রশ্ন তুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর মতে, আগের সংসদ ভবনই ঐতিহাসিক। রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে শনিবার নীতীশ কুমারের প্রশ্ন, “নতুন সংসদ ভবনের কি দরকার ছিল? কারণ আগের ভবনটি ছিল একটি ঐতিহাসিক ভবন।”
শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে। বিহারের মুখ্যমন্ত্রী পুরনো সংসদ ভবনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে একইসঙ্গে জানান, এত অর্থ ব্যয় করে এভাবে একটি নতুন ভবন তৈরির কোনও প্রয়োজন ছিল না।
আরও পড়ুন https://bengali.news18.com/news/international/us-lawmaker-introduces-legislation-to-make-diwali-a-federal-holiday-rm-1119156.html Bill in US Congress for Diwali Holiday: দিওয়ালিকে জাতীয় ছুটি ঘোষণা করার বিল পেশ হল মার্কিন কংগ্রেসে
advertisement
advertisement
আরও বেশ কয়েকটি বিরোধী দলের মতই প্রধানমন্ত্রীকে দিয়ে নতুন ভবনের উদ্বোধনের সিদ্ধান্তে সরব হয়েছে নীতীশের দলও। বিহারে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছে জেডিইউ। নতুন ভবনের উদ্ধোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়ে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। সেই সময় নতুন ভবনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, নতুন সংসদ ভবন নির্মাণের মাধ্যমে দেশের ইতিহাসকে বদলে ফেলার আরও একটি পরিকল্পনা করা হচ্ছে। আর এজন্য কেন্দ্রের শাসক দল বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান তিনি।
advertisement
আরও পড়ুন https://bengali.news18.com/news/international/us-select-committee-on-ccp-recommends-india-to-be-part-of-nato-plus-dmg-1119039.html India in NATO Plus: ভারতকে ন্যাটো সহযোগী গোষ্ঠীতে অন্তর্ভুক্তির প্রস্তাব মার্কিন কংগ্রেসের সিলেক্ট কমিটির
ইতিমধ্যে নতুন সংসদ ভবনের ওই উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ ২১টি বিজেপি-বিরোধী রাজনৈতিক দল। বিরোধী রাজনৈতিক তরফে ওই বয়কট কর্মসূচি প্রসঙ্গে যৌথ বিবৃতিও দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে, রাষ্ট্রপতিকে বাদ দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন করে কেন্দ্র গণতান্ত্রিক রীতিনীতিকে অস্বীকার করছে। একইসঙ্গে সাভারকারের জন্মদিনেই কেন এই নতুন ভবন উদ্বোধন করা হচ্ছে, তা নিয়েও সরব হয়েছেন বিরোধীরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2023 9:16 AM IST