NCP on Modi 3.0 Cabinet : প্রতিমন্ত্রিত্বে সন্তুষ্ট নয় এনসিপি! 'পূর্ণমন্ত্রীর পদই চাই, অপেক্ষা করতে রাজি’, বললেন দলের প্রধান অজিত পওয়ার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
NCP on Modi 3.0 Cabinet : তৃতীয় মোদি সরকারের মন্ত্রকবণ্টন নিয়ে সন্তুষ্ট নয় এনডিএ-র শরিক অজিত পওয়ার। মহারাষ্ট্র থেকে এনডিএ-র শরিক দল হিসাবে লড়াই করে এ বার মহারাষ্ট্র থেকে চারটি আসনে লড়ে একটি মাত্র আসন জিতেছে অজিত পওয়ারের এনসিপি।
নয়াদিল্লি: তৃতীয় মোদি সরকারের মন্ত্রকবণ্টন নিয়ে সন্তুষ্ট নয় এনডিএ-র শরিক অজিত পওয়ার। মহারাষ্ট্র থেকে এনডিএ-র শরিক দল হিসাবে লড়াই করে এ বার মহারাষ্ট্র থেকে চারটি আসনে লড়ে একটি মাত্র আসন জিতেছে অজিত পওয়ারের এনসিপি।
রবিবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপি সভাপতি অজিত পওয়ার বলেন, “প্রফুল পটেল আগেও পূর্ণ মন্ত্রী হিসাবে কাজ করেছেন। আমরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ গ্রহণ করাকে ঠিক বলে মনে করিনি। তাই আমরা ওদের বলেছি, আমরা কয়েক দিন অপেক্ষা করতে প্রস্তুত, কিন্তু আমরা পূর্ণ মন্ত্রিত্বই চাই। আমরা আজ শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি”।
advertisement
advertisement
সেই সঙ্গে আত্মবিশ্বাসের সুরে তাঁর সংযোজন, “আজ হয়তো আমাদের লোকসভায় এবং রাজ্যসভায় এক জন করে সাংসদ আছেন, তবে আগামী ২-৩ মাসের মধ্যে রাজ্যসভায় আমাদের ৩ জন সাংসদ হবেন এবং আমাদের মোট সাংসদ সংখ্যা হবে ৪। তাই আমরা বলেছি আমাদের একটি পূর্ণ মন্ত্রিত্বের পদ দেওয়া উচিত”।
advertisement
প্রসঙ্গত মহারাষ্ট্রে ৪টে আসনে লড়াই করে মাত্র ১টিতে জিততে পেরেছে অজিত পওয়ারের এনসিপি। মহারাষ্ট্রে শিবসেনা এবং বিজেপি ৭টি এবং ৯টি করে আসন জিতেছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2024 10:13 PM IST