Narendra Modi Oath Ceremony Mallikarjun Kharge: মোদিকে তৃতীয়বার শপথ নিতে দেখবেন মল্লিকার্জুন খাড়গে, রাষ্ট্রপতি ভবনে থাকবেন কংগ্রেস সভাপতি

Last Updated:

Narendra Modi Oath Ceremony Mallikarjun Kharge: রবিবার সন্ধে ৭.১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

মোদির শপথে যোগ দেবেন খাড়গে
মোদির শপথে যোগ দেবেন খাড়গে
নয়াদিল্লি: জোরদার আয়োজন চলছে নরেন্দ্র মোদির তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানের। তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে, মোদির শপথে যোগ দেবেন না দলের কোনও সাংসদ। আর কংগ্রেস? কংগ্রেস প্রথমে যাব না বললেও পরে মল্লিকার্জুন খাড়গে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
রবিবার সন্ধে ৭.১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবারই খাড়গের কাছে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র আসে। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। কংগ্রেস শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার কথা জানালেও বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র তৃতীয় বৃহত্তম শরিক তৃণমূল শপথে উপস্থিত থাকছে না।
advertisement
আরও পড়ুন: তৃতীয় ‘টিম মোদি’-র মন্ত্রী হচ্ছেন সুকান্ত-শান্তনু, বদলাবে রাজ্য বিজেপির সভাপতি? তুমুল জল্পনা শুরু
কংগ্রেস সূত্রে খবর, সৌজন্যতার খাতিরেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মল্লিকার্জুন খাড়গে। ইন্ডিয়া ব্লকের অন্যান্য শরিক দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই খাড়গের উপস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। প্রথমে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে জয়রাম রমেশ এবং কে সি বেণুগোপাল জানিয়েছিলেন, কংগ্রেসের কাছে কোনও আমন্ত্রণপত্র আসেনি। যদি আমন্ত্রণ মেলে সে ক্ষেত্রে ইন্ডিয়া ব্লক সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
advertisement
advertisement
অন্যান্য বিরোধী দলেরও কেউ কেউ আমন্ত্রণ পেয়েছেন। তাঁরাও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে খবর। এদিকে আজ শপথের আগে সকালে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে এসেছেন নরেন্দ্র মোদি। শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে। ওয়্যার মেমোরিয়ালে গিয়ে শহিদদের স্মরণও করেছেন হবু প্রধানমন্ত্রী। দুপুরে বাসভবনে চা চক্রে যোগ দেন মোদি।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi Oath Ceremony Mallikarjun Kharge: মোদিকে তৃতীয়বার শপথ নিতে দেখবেন মল্লিকার্জুন খাড়গে, রাষ্ট্রপতি ভবনে থাকবেন কংগ্রেস সভাপতি
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement