Narendra Modi attacks CPIM: 'তৃণমূল-সিপিআইএম আলাদা দল, কিন্তু একই দোকান!' ভোট নষ্ট না করার পরামর্শ মোদির

Last Updated:

নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বার বার অভিযোগ করেছেন, বাংলায় সিপিআইএম এবং কংগ্রেস বিজেপিকেই সাহায্য করছে৷ এবার পাল্টা সেই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী৷

সিপিআইএম-তৃণমূলকে একযোগে আক্রমণ মোদির৷ ফাইল ছবি
সিপিআইএম-তৃণমূলকে একযোগে আক্রমণ মোদির৷ ফাইল ছবি
বারুইপুর: বাংলায় লোকসভা নির্বাচনের প্রচারে এসে তৃণমূলের সঙ্গে এবার সিপিআইএমকেও নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বারুইপুরে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রীর কটাক্ষ, তৃণমূল এবং সিপিআইএম আলাদা দল, কিন্তু তাদের দোকানে একই জিনিস পাওয়া যায়৷
লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে এ দিন অশোকনগর, বারুইপুরে জনসভা করার পাশাপাশি উত্তর কলকাতায় রোড শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ এ দিন বারুইপুরের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘একশো জনের মধ্যে নব্বই জনকে প্রশ্ন করুন, জবাব পাবেন মোদিই ক্ষমতায় ফিরছে৷ তাহলে মোদির ফেরা যখন নিশ্চিত, তখন অন্য কোথাও ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন কেন?’
advertisement
advertisement
এর পরেই তৃণমূলের সঙ্গে সিপিআইএমকেও একযোগে নিশানা করে নরেন্দ্র মোদি বলেন, ‘সিপিএম তৃণমূল আলাদা দল,কিন্তু তাদের দোকান একই৷ দুটি দলই ইন্ডিয়া জোটে রয়েছে৷ তারা বাংলাকে ধ্বংস করেছে৷ দুই দলই তোষণের রাজনীতি করে এবং গণতন্ত্র বিরোধী৷ পঞ্চায়েত, বিধানসভা অথবা লোকসভা, বাংলায় যে কোনও নির্বাচনে খুন, রক্তপাত ছাড়া হয় না৷ এখানে গণতন্ত্র বাঁচাতে পাহারা দিতে হয়৷ বাংলার সঙ্গে সুশাসনের কোনও সম্পর্ক নেই, বাংলায় দূরবীণ দিয়ে সুশাসন খুঁজতে হয়৷’ নরেন্দ্র মোদির দাবি, সিপিআইএম আসলে তৃণমূলকেই সাহায্য করছে৷
advertisement
ঘটনাচক্রে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বার বার অভিযোগ করেছেন, বাংলায় সিপিআইএম এবং কংগ্রেস বিজেপিকেই সাহায্য করছে৷ এবার পাল্টা সেই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, গত লোকসভা নির্বাচনে বামেদের ভোট বিজেপির ঝুলিতে যাওয়া বাংলায় বিজেপির আসন সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল৷ ফলে শেষ দফার নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর হঠাৎ সিপিআইএমকে আক্রমণ, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷ আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদি অবশ্য দাবি করেছেন, ‘নির্বাচনের ফলে বেরোলে দেখা যাবে, তৃণমূল সহ ইন্ডিয়া জোট ধসে গিয়েছে৷’
advertisement
এ দিন সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারেও প্রধানমন্ত্রী দাবি করেছেন, লোকসভা নির্বাচনে গোটা দেশের মধ্যে বাংলাতেই সবথেকে ভাল ফল করবে বিজেপি৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi attacks CPIM: 'তৃণমূল-সিপিআইএম আলাদা দল, কিন্তু একই দোকান!' ভোট নষ্ট না করার পরামর্শ মোদির
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement