Narendra Modi on Bengal elections: গোটা দেশের মধ্যে বাংলাতেই সবথেকে ভাল ফল করবে বিজেপি! শেষ দফার আগে হুঙ্কার মোদির

Last Updated:

তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী আরও বলেন, 'মানুষই এই নির্বাচনে বাংলায় নেতৃত্ব দিচ্ছে৷ এই কারণেই ক্ষমতায় থাকা তৃণমূলের নেতারা তাঁরা ভয় পাচ্ছেন৷'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে গোটা দেশের মধ্যে বাংলাতেই সবথেকে ভাল ফল করবে বিজেপি৷ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর দাবি, বাংলায় অস্তিত্ব রক্ষার লড়াই করছে তৃণমূল৷
লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির সম্ভাবনা কতটা, সেই প্রশ্নের জবাবে মোদি বলেন, ‘বাংলায় তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই করছে৷ গত বিধানসভা নির্বাচনের আগে বাংলায় আমাদের তিন জন বিধায়ক ছিলেন৷ সেখান থেকে বাংলার মানুষ আমাদের বিধায়ক সংখ্যা ৮০-র কাছাকাছি নিয়ে গিয়েছেন৷ গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে আমরা প্রচুর আসন পেয়েছি৷ এবার গোটা দেশের মধ্যে বাংলাতেই বিজেপি সবথেকে ভাল ফল করবে৷ বাংলাতেই বিজেপি সবথেকে বেশি সাফল্য পাবে৷ বাংলার নির্বাচন একপেশে হচ্ছে৷’
advertisement
advertisement
তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মানুষই এই নির্বাচনে বাংলায় নেতৃত্ব দিচ্ছে৷ এই কারণেই ক্ষমতায় থাকা তৃণমূলের নেতারা তাঁরা ভয় পাচ্ছেন৷ বাংলায় একের পর এক খুন হচ্ছে, হামলা হচ্ছে, বিজেপি কর্মীদের জেলে বন্দি করা হচ্ছে৷ তার পরেও বাংলার মানুষ ভোট দিচ্ছেন, ভোটের হারও বাড়ছে৷’
advertisement
এ দিন শেষ দফার ভোটের আগে পশ্চিনবঙ্গে ভোট প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী৷ আজ কলকাতায় রোড শো করার কথা রয়েছে তাঁর৷ তার আগে উত্তর চব্বিশ পরগণার অশোকনগরের সভা থেকেও তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি৷
যদিও প্রধানমন্ত্রীর এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল৷ দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘২০২১ সালেও ওনার এই আশা আমরা দেখেছি৷ তখনও উনি বলেছিলেন, বাংলায় বিজেপি দুশো পার করবে৷ গোটা দেশ থেকে খবর আসছে, বিজেপি হারছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে৷ ভোটের পর তিনি অনুভব করবেন, তাঁর চেয়ারটা আছে, কিন্তু তিনি আর ক্ষমতায় নেই৷’
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi on Bengal elections: গোটা দেশের মধ্যে বাংলাতেই সবথেকে ভাল ফল করবে বিজেপি! শেষ দফার আগে হুঙ্কার মোদির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement