Narendra Modi: আরও দশ বছর ক্ষমতায় থাকবেন! নৈতিক পরাজয়ের দাবি উড়িয়ে মোদি বললেন, 'হারিনি, হারব না'
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ওড়িশাতেও ক্ষমতায় এসেছে বিজেপি৷ আত্মবিশ্বাসী মোদি দাবি করেছেন, প্রভু জগন্নাথের আশীর্বাদে আগামী ২৫ বছর ওড়িশায় বিজেপি সরকারই ক্ষমতায় থাকবে৷
আরও পড়ুন: চারশো পারের স্বপ্ন চূর্ণ হয়েছে৷ একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি বিজেপি৷ শরিকদের ভরসায় সরকার গঠন করতে হচ্ছে৷ তবু সংসদে এনডিএ-র দলনেতা নির্বাচিত হয়েই মোদি বিরোধীদের তোলা নৈতিক পরাজয়ের দাবি উড়িয়ে দিলেন৷ বরং এ দিন সংসদের সেন্ট্রাল হলে দাঁড়িয়ে তাঁর দাবি, ‘এবারের নির্বাচনে এনডিএ-র মহাবিজয় হয়েছে৷ জোর গলায় মোদি আরও বলেছেন, আমরা হারিনি, হারবও না৷’
লোকসভা নির্বাচনের আগে মোদি এই সংসদে দাঁড়িয়েই দাবি করেছিলেন, বিজেপি একাই ৩৭০ অথবা তার বেশি আসন পাবে৷ কিন্তু নির্বাচনের ফলে দেখা গিয়েছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতার অনেক আগে থেমে গিয়েছে৷ নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডুদের দল জেডিইউ এবং টিডিপি-র উপরেই পুরোপুরি নির্ভরশীল মোদি সরকার৷ তবু এ দিন এনডিএ-র দলনেতা নির্বাচিত হয়ে সংসদে দাঁড়িয়ে মোদি বুঝিয়ে দিয়েছেন, ভোটের ফলেও তিনি এতটুকু দমছেন না৷
advertisement
advertisement
মোদি এ দিন বলেন, ‘আগামী দশ বছর আমরা ক্ষমতায় থাকব৷’ প্রথমে মোদিনর মুখে এ কথা শুনে কিছুটা থমকে গিয়েছিলেন বিজেপি এবং এনডিএ সাংসদরাও৷ অনেকেই ভেবেছিলেন প্রধানমন্ত্রী হয়তো মুখ ফস্কে দশ বছরের কথা বলে ফেলেছেন৷ তখনই মোদি ফের বলেন, আমি জোরের সঙ্গেই বলছি, আগামী দশ বছর আমরাই ক্ষমতায় থাকব৷ এই সময়ের মধ্য নারীশক্তি, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জীবনে বদল আনাই হবে আমাদের সরকারের লক্ষ্য৷ মানুষের দৈনন্দিন জীবনে সরকারি হস্তক্ষেপ যত কম হবে, তত গণতন্ত্র মজবুত হবে৷ এটা ভাল প্রশাসনের একটা অঙ্গ৷ সবাই মিলে উন্নত ভারতের স্বপ্নকে সত্যি করব৷’
advertisement
#WATCH | At the NDA Parliamentary Party meeting, Prime Minister Narendra Modi says “We were neither defeated nor are we defeated. But our behaviour after the 4th shows our identity that we know how to digest victory. Our values are such that we do not develop frenzy in the lap… pic.twitter.com/oIGs5t3Pss
— ANI (@ANI) June 7, 2024
advertisement
এবার ওড়িশাতেও ক্ষমতায় এসেছে বিজেপি৷ আত্মবিশ্বাসী মোদি দাবি করেছেন, প্রভু জগন্নাথের আশীর্বাদে আগামী ২৫ বছর ওড়িশায় বিজেপি সরকারই ক্ষমতায় থাকবে৷
মোদি এ দিন দাবি করেছেন, ভারতের রাজনৈতিক ইতিহাসে সবথেকে সফল জোটের নাম এনডিএ৷ বিরোধীদের তীব্র কটাক্ষ করেও মোদি বলেন, টসব দলের সাংসদ আমার চোখে সমান৷ এই কারণেই তিরিশ বছর ধরে এনডিএ মজবুত হয়েছে৷ নিজের পর বলে এনডিএ-তে কিছু নেই৷ সেই কারণেই মানুষ আমাদের উপরে ভরসা রেখে চলেছেন৷ শুধুমাত্র ক্যামেরার সামনে হাত মিলিয়ে ছবি তুলিনি, আমরা তৃণমূল স্তরে একসঙ্গে কাজ করেছি, সাহায্য করেছি বলেই আজকে সাফল্য এসেছে৷ট
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2024 2:04 PM IST