Murshidabad News: এবার থেকে রবীন্দ্রজয়ন্তী পালন করবে সিপিআইএম! জানালেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

Last Updated:

Murshidabad News: আগামী ২৫বৈশাখ ৮মে বিশ্বকবিরবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই এবার প্রথম বামফ্রন্ট ও সিপিআইএম যৌথ সিদ্ধান্ত নিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করার।

সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম 
সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম 
মুর্শিদাবাদ: আগামী ২৫বৈশাখ ৮মে বিশ্বকবিরবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই এবার প্রথম বামফ্রন্ট ও সিপিআইএম যৌথ সিদ্ধান্ত নিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করার। বহরমপুরে জেলা সিপিআইএম দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জানালেন সিপিআইএম রাজ্যে সম্পাদক মহম্মদ সেলিম।
মহম্মদ সেলিমজানিয়েছেন,”আমরা সিপিআইএম ও বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয়ভাবে এবছর প্রথম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হবে। সেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমস্ত জেলা ও অঞ্চলে একই সঙ্গে এই কর্মসূচি পালন করা হবে। ৭তারিখ নির্বাচন শেষ হবে, ৮মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হবে রাজ্যজুড়েই।”
মহম্মদ সেলিম তিনি এও জানান,”রবীন্দ্রনাথ ঠাকুর এই ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। জাতীয়তাবাদের নামে উগ্র জাতীয়তাবাদকে ঘৃণা করেছেন এবং বাংলা সংস্কৃতির কথা বারবার বলেছেন। আমাদের পরিবেশকে রাজনৈতিক সামাজিক ও প্রাকৃতিক পুনরুদ্ধার করতে হবে। তাই মিলন ধর্মী সমাজ আধারে তৈরি করা প্রয়োজন এবং সংস্কৃতিকে আমাদের নতুন করে সেচ দিতে হবে।”
advertisement
advertisement
শেষে সিপিআইএমের রাজ্য সম্পাদক বলেন, এই সব কিছুর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করতে হবে। আর নদীগুলোকে বাঁচাতে হবে। তাই আমাদের এই বছর প্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।”
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Murshidabad News: এবার থেকে রবীন্দ্রজয়ন্তী পালন করবে সিপিআইএম! জানালেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement