CPIM: শনিবার বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকা, বড় চমক হতে পারেন মহম্মদ সেলিম! লড়বেন কোন আসনে?

Last Updated:

সিপিএম সূত্রে খবর, দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক হিসেবে থাকতে পারে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম৷

প্রার্থী হবেন মহম্মদ সেলিম?
প্রার্থী হবেন মহম্মদ সেলিম?
কলকাতা: প্রথম দফার প্রার্থী তালিকায় তরুণ মুখেই ভরসা রেখেছিল সিপিএম৷ তবে প্রার্থী তালিকায় ছিল সুজন চক্রবর্তীর মতো অভিজ্ঞ মুখ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকালই সম্ভবত দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বামফ্রন্ট৷
সিপিএম সূত্রে খবর, দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক হিসেবে থাকতে পারে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম৷ সম্ভবত মুর্শিদাবাদ কেন্দ্র থেকেই প্রার্থী হতে চলেছেন তিনি৷
advertisement
প্রসঙ্গত, গতকালই রাজ্যের আটটি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস৷ দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বামেরা কংগ্রেসকে কোন কোন আসনগুলি ছাড়ে সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের৷
advertisement
তবে সিপিএম সূত্রে খবর, উত্তর চব্বিশ পরগণার বনগাঁ অথবা বসিরহাট কেন্দ্রটি কংগ্রেসকে ছাড়া হতে পারে৷ কংগ্রেসের দাবি ছিল বসিরহাট আসনটি৷ কিন্তু ওই আসনে বরাবরই সিপিআই প্রার্থী দিয়ে এসেছে৷ বসিরহাট আসনটি কংগ্রেসকে ছাড়া নিয়ে তাই বামেদের মধ্যেও জটিলতা তৈরি হয়েছিল৷
তবে পুরুলিয়া আসনটি যে কংগ্রেসকে ছাড়া হবে তা একরকম নিশ্চিত৷ গতকাল ওই আসনে প্রার্থী হিসেবে নেপাল মাহাতোর নামও ঘোষণা করে দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড৷ সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক আসনে এবার আর প্রার্থী দিতে পারবে না বামেদদের আর এক শরিক ফরওয়ার্ড ব্লক৷
advertisement
গত ১৪ মার্চ ১৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা৷ পরে আরও একটি আসনে প্রার্থী দেওয়া হয়৷ শনিবার তারা কটি আসনে প্রার্থী ঘোষণা করে, সেটাই এখন দেখার৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
CPIM: শনিবার বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকা, বড় চমক হতে পারেন মহম্মদ সেলিম! লড়বেন কোন আসনে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement