Arvind Kejriwal: 'আমি জেলে থাকি অথবা বাইরে...', গ্রেফতারির পর প্রথম মুখ খুলে কী বললেন কেজরিওয়াল?

Last Updated:

আবগারি দুর্নীতি মামলায় গতকাল রাতেই কেজরীওয়ালকে গ্রেফতার করে ইডি৷

অরবিন্দ কেজরীওয়াল৷
অরবিন্দ কেজরীওয়াল৷
নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে পেশ করল ইডি৷ আদালতে ঢোকার মুখেই গ্রেফতারির পর প্রথম মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানালেন, আমি জেলের ভিতরে থাকি অথবা বাইরে, আমার জীবন দেশের জন্যই নিবেদিত৷
আবগারি দুর্নীতি মামলায় গতকাল রাতেই কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি৷ কেজরিওয়ালের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে গতকাল রাতেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আপ৷ কিন্তু জরুরি শুনানির আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত৷ তার পর এ দিনই দিল্লির মুখ্যমন্ত্রীকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করে ইডি৷
advertisement
advertisement
advertisement
কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকেই দিল্লি জুড়ে বিক্ষোভে নেমেছেন আপ কর্মী সমর্থকরা৷ বিক্ষোভ ছড়িয়েছে আপ শাসিত পঞ্জাবেও৷ আদালত চত্বরের বাইরেও এ দিন ভিড় করে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির সমর্থকরা৷
আপ অবশ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, গ্রেফতার হলেও জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল৷ যদিও আপ-এর এই ঘোষণার পরই নতুন আশঙ্কা প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ৷
advertisement
তিনি দাবি করেছেন, আপ যদি কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী রাখার সিদ্ধান্তে অনড় থাকে তাহলে সেই সুযোগকে কাজে লাগিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে৷ কারণ, সংবিধানেই সেই সুযোগ রয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Arvind Kejriwal: 'আমি জেলে থাকি অথবা বাইরে...', গ্রেফতারির পর প্রথম মুখ খুলে কী বললেন কেজরিওয়াল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement