Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তী গাড়িতে উঠতেই ক্ষোভের আগুন, আসানসোলে বড় ঘটনা! কী এমন ঘটল?

Last Updated:

Mithun Chakraborty: বিষয়টি এমন জায়গায় দাঁড়াল দু পক্ষের মধ্যে হাতাহাতিও বেঁধে গেল।

মিঠুনের আসানসোলের কর্মসূচিতে গন্ডগোল
মিঠুনের আসানসোলের কর্মসূচিতে গন্ডগোল
দীপক শর্মা, আসানসোল: রোড শোতে মিঠুন চক্রবর্তীকে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দিলেন আসানসোলের মহিশিলার বাসিন্দারা। আর সেই ক্ষোভকে প্রতিহত করতে বিজেপির কর্মী সমর্থকদের পক্ষ থেকে স্লোগান দেওয়া হলে দুপক্ষের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হল।
বিষয়টি এমন জায়গায় দাঁড়াল দু পক্ষের মধ্যে হাতাহাতিও বেঁধে গেল। যদিও শেষ পর্যন্ত উপস্থিত পুলিশের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রণে আসে। শনিবার আসানসোলের বুধা ময়দান থেকে মহিশিলা বটতলা ময়দান পর্যন্ত বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালিয়ার সমর্থনে মিঠুন চক্রবর্তীর একটি রোড শো ছিল।
advertisement
advertisement
কিন্তু প্রচণ্ড গরমে বেশ কিছুদূর যাওয়ার পর মিঠুন চক্রবর্তী গাড়ি থেকে নেমে যান এবং নিজের একটি চার চাকা গাড়িতে চেপে যান। এর ফলে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা অগণিত মানুষ তাঁকে দেখতে পাননি আর তার ফলেই ক্ষোভের সৃষ্টি হয়।
দীর্ঘক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকেও প্রিয় অভিনেতাকে দেখতে না পেয়ে সাধারণ মানুষ ক্ষোভ উগরে দেয়। তারা রাস্তার উপরেই বিক্ষোভ দেখাতে শুরু করে আর সেই বিক্ষোভের মাঝেই বিজেপি কর্মীরা স্লোগান দিতে শুরু করে ফলে দু পক্ষের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতি হয় এবং হাতাহাতি বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তী গাড়িতে উঠতেই ক্ষোভের আগুন, আসানসোলে বড় ঘটনা! কী এমন ঘটল?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement