Digha: দিঘায় গেলেই সাবধান, সব টাকা খোয়া যেতে পারে! পর্যটকের সঙ্গে যা ঘটল, যে কারও সঙ্গে ঘটতে পারে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Digha: জানা গিয়েছে, দিঘায় বন্ধন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন নয়ন মাইতি নামে ওই যুবক।
দিঘা: গরম বাড়লেও দিঘায় পর্যটকদের ভিড়ের কমতি নেই। কিন্তু এরই মধ্যে দিঘায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। অভিনব পদ্ধতিতে এটিএম কার্ড পরিবর্তন করে দিঘায় যুবকের টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে নিউ দিঘার ক্ষণিকা মার্কেটের কাছে। গেস্ট হাউসের সামনের এটিএম-এ ঘটেছে এই ঘটনা। দিঘা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। তদন্ত শুরু করেছে পুলিশ।
ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, দিঘায় বন্ধন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন নয়ন মাইতি নামে ওই যুবক। সেই সময় ওই যুবক বন্ধন ব্যাঙ্কের এটিএম কার্ডটি পাঞ্চ করতে থাকেন। সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাঁকে দেখছিলেন বলে অভিযোগ।
advertisement
advertisement
কিন্তু ওই এটিএম থেকে টাকা না ওঠায় পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি নয়নকে বলেন পুনরায় কার্ডটি পাঞ্চ করার জন্য। এমনকী ওই ব্যক্তি নিজে নয়নের কার্ডটি নিয়ে নিজে টাকা তুলে দিতে যায়। সেই সময়ই পাশে দাঁড়িয়েছিলেন নয়ন। কিন্তু তাতেও টাকা ওঠেনি।
কিন্তু যা হওয়ার হয়ে গিয়েছে এর মধ্যেই। হাত বদল হয়ে গিয়েছে এটিএম কার্ড। আসলে ওই অভিযুক্তই নয়ন মাইতিকে একটি অন্য কার্ড দিয়ে চলে যায়। কার্ডটি যে বদল হয়ে গিয়েছে তা বিন্দুমাত্র বুঝতেও পারেননি নয়নবাবু। কিছু সময় পরেই এটিএম থেকে টাকা কেটে নেওয়ার মেসেজ আসে ফোনে। এরপরই থানায় অভিযোগ জানান ওই ব্যক্তি। এভাবে টাকা হাতিয়ে নেওয়ায় আশঙ্কাও ছড়িয়েছে দিঘাজুড়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2024 12:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় গেলেই সাবধান, সব টাকা খোয়া যেতে পারে! পর্যটকের সঙ্গে যা ঘটল, যে কারও সঙ্গে ঘটতে পারে