Lok Sabha Election 2024: ভোটপ্রচারে বাড়তি মাত্রা! সায়নে সমর্থনে তমলুকে রোড শো মীনাক্ষীর...
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
Lok sabha Election 2024: তমলুক লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ ২৫ মে। ২৩ মে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দল তাদের লোকসভা প্রার্থীদের সমর্থনে প্রচার করতে পারবেন। ফলে হাতে আর বেশি সময় নেই।
তমলুক: সায়ন বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে তমলুকে রোড শো করলেন বামেদের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ভোট প্রচারের প্রথম দিন থেকে নজর কাড়ছেন। ভোট প্রচারে তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন প্রচার পর্বের শুরুর দিন থেকেই। তমলুক লোকসভা কেন্দ্রের শাসক ও বিরোধী দলের প্রার্থীদের সঙ্গে সমানতালে টক্কর দিচ্ছেন সায়ন। এবার তার ভোট প্রচার বাড়তি মাত্রা পেল তাঁর সমর্থনে তমলুকে মীনাক্ষীর রোড শো।
১৮ মে শনিবার সন্ধের পর তমলুক শহরে রোড শো করেন মীনাক্ষী। বাম প্রার্থী সায়নের সমর্থনে এই রোড শো তে বহু বাম নেতাকর্মীরা পা মেলান। তমলুক শহরের মানিকতলা থেকে শুরু হয় এই রোড শো। বিভিন্ন রাস্তা হয়ে হসপিটাল মোড়ে এসে শেষ হয়। সেখানে তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়ানের সমর্থনে একটি পথসভা হয়। ১৭ মে শুক্রবার তমলুক শহরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে রোড শো করেন অভিষেক বন্দোপাধ্যায়। বাম নেতাকর্মীরা কর্মীরা বলেন তারই পাল্টা হিসাবে এদিন মীনাক্ষীর এই রোড শো।
advertisement
advertisement
তমলুক লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ ২৫ মে। ২৩ মে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দল তাদের লোকসভা প্রার্থীদের সমর্থনে প্রচার করতে পারবেন। ফলে হাতে আর বেশি সময় নেই। তাই প্রতিটি রাজনৈতিক দল শেষ পর্বের প্রচারে বাড়তি জোর দিয়েছে।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 19, 2024 1:52 PM IST









