Mamata Banerjee Tapas Roy: 'আমার কাছে খবর ছিল গত এক বছর ধরে...' তাপসের পাড়াতে দাঁড়িয়েই 'বিজেপি প্রার্থী'কে চরম বিঁধলেন মমতা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee Tapas Roy: 'যদি কিছুই না থাকে তাহলে তুমি চলে গেলে কেন?' বৃহস্পতিবার তাপস রায়ের বাড়ির সামনেই সভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: আগামী ১ জুন উত্তর কলকাতায় ভোট৷ তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী তাপস রায়ের দৌলতে এবার ভোটের বাজারে বাড়তি নজর এই কেন্দ্র৷ লোকসভা নির্বাচনের ঠিক আগে বড় পদক্ষেপ নিয়ে বিজেপি যোগ দিয়েছেন এতদিনের তৃণমূলের সৈনিক থাকা ক্ষুব্ধ তাপস রায়৷ তৃণমূল থেকে পদত্যাগ করে শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগ দিয়েছেন পদ্ম শিবিরে৷ ফুল বদলের পরে পছন্দের উত্তর কলকাতা আসন থেকেই বিজেপির টিকিটে লোকসভা প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি৷ বৃহস্পতিবার সেই কলকাতা উত্তর কেন্দ্রেই নির্বাচনী প্রচারে খোদ তৃণমূল সুপ্রিমো।
বৃহস্পতিবার তাপস রায়ের বাড়ির সামনেই সভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বিকেলে বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে সুদীপ বন্দোপাধ্যায়ের সমর্থনে এই সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী চরম কটাক্ষ ছুড়ে দেন তাপস রায়ের উদ্দেশ্যে।
মমতা বলেন, “এখানকার প্রার্থীর বিরুদ্ধে আমি কিছু বলব না। চলে গেলে কেন? আমার পরিবারকেও তো নানা ভাবে সমস্যা করে। এই সুদীপ বন্দোপাধ্যায় তো জেলে গিয়েছিল। ইকনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে গিয়েছিল বলে। কই দল ছেড়ে তো ও যায়নি। এই যে মদন মিত্র, ওকেও জেলে পাঠিয়েছিল। যদি কিছুই না থাকে তাহলে তুমি চলে গেলে কেন?”
advertisement
advertisement

নাম না করে তাপস রায়কে মমতার আরও কটাক্ষ,”তিনবার জিতেছো মানে এটা ভেব না…..দলের প্রতীকে জিতেছ। আমার কাছে খবর ছিল গত এক বছর ধরে যোগাযোগ ছিল। আমি ওঁর সঙ্গে ছাত্র রাজনীতি করিনি। আমি অশোক দেবের সঙ্গে করেছি। কংগ্রেসে এদের আলাদা দল ছিল। সোমেন মিত্রের সঙ্গে ছিল। ও সুদীপ বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে বার বার নানা নোংরা কথা বলেছে। খারাপ কথা বলার মতো শব্দ আপনার কাছে নেই। আপনি সিবিআই, ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন। উত্তর কলকাতার মানুষ আপনার জামানত বাজেয়াপ্ত করবে। সুদীপ বন্দোপাধ্যায় পরের বার দাঁড়াবে কিনা জানি না। তবে এই বার সুদীপ বন্দোপাধ্যায়কে জেতান।”
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2024 7:00 PM IST