Lok Sabha election results 2024: দিল্লিতে নির্ণায়ক ভূমিকা নেবে তৃণমূল? সবুজ ঝড় উঠতেই কালীঘাটে বৈঠকে মমতা-অভিষেক

Last Updated:

২০১৯-এ তৃণমূলকে ধাক্কা দিয়ে বিজেপির আসন সংখ্যা বেড়ে হয়েছিল ১৮৷ অন্যদিকে এক ধাক্কায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হয়েছিল ২২৷

কালীঘাটে মমতা-অভিষেক বৈঠক৷
কালীঘাটে মমতা-অভিষেক বৈঠক৷
কলকাতা: বুথ ফেরত সমীক্ষা দেখার পরেও দলের ভাল ফলের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ইভিএম খুলতেই দেখা গেল, ২০১৯-এর ধাক্কা সামলে উঠে বিজেপিকে কার্যত মাটি ধরিয়েছে তৃণমূল ঝড়৷ মমতা, অভিষেকের দাবি মতো তৃণমূল যে ইন্ডিয়া জোটেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, তাও স্পষ্ট৷
তৃণমূল তিরিশের আশেপাশে আসন পেতে চলেছে, তা পরিষ্কার হতেই কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, মমতার সঙ্গে বৈঠকও শুরু হয়েছে অভিষেকের৷ ইন্ডিয়া জোটকে সমর্থনের ক্ষেত্রে এবং বিরোধী জোটকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা কী হবে, সেই কৌশল নির্ধারণ করতেই এই বৈঠক বলে তৃণমূল সূত্রে খবর৷
advertisement
advertisement
২০১৯-এ তৃণমূলকে ধাক্কা দিয়ে বিজেপির আসন সংখ্যা বেড়ে হয়েছিল ১৮৷ অন্যদিকে এক ধাক্কায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হয়েছিল ২২৷ যদিও ২০১৯-এর সেই ধাক্কা ২০২১-এই কাটিয়ে উঠেছিল তৃণমূল৷ অন্যদিকে লোকসভা নির্বাচনে বাংলায় নরেন্দ্র মোদি, অমিত শাহরা প্রচারে ঝড় তুলেও বিজেপির হাল ফেরাতে ব্যর্থ৷
তৃণমূলের বিপুল জয় নিশ্চিত হতেই কালীঘাটে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা৷ শুরু হয় আবির খেলা৷ সর্বভারতীয় স্তরে এনডিএ-র সঙ্গে এখনও ক্ষমতা দখলের দৌড়ে রয়েছে ইন্ডিয়া জোট৷ ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলেছিলেন, ইন্ডিয়া জোটকে দিল্লিতে ক্ষমতায় আনতে সবথেকে বড় ভূমিকা নেবে তৃণমূলই৷ তৃণমূলনেত্রীর সেই ভবিষ্যদ্বাণী মেলে কি না, সেটাই এখন দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha election results 2024: দিল্লিতে নির্ণায়ক ভূমিকা নেবে তৃণমূল? সবুজ ঝড় উঠতেই কালীঘাটে বৈঠকে মমতা-অভিষেক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement