Madan Mitra on West Bengal Lok Sabha Elections 2024 Result: 'এক্সিট পোল মিথ্যে'! বাংলায় কত পাবে তৃণমূল? যজ্ঞ করে জানিয়ে দিলেন মদন মিত্র
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Madan Mitra on West Bengal Lok Sabha Elections 2024 Result: রাত পোহালেই লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল। তার আগেই তৃণমূলের জয়ের আশায় যজ্ঞ করলেন মদন মিত্র।
কলকাতা: রাত পোহালেই লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল। তার আগেই তৃণমূলের জয়ের আশায় যজ্ঞ করলেন মদন মিত্র। ভবানীপুর যদুবাবুর বাজারে যজ্ঞ করলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। তিনি ভবানীপুরের আদি বাসিন্দা। দীর্ঘ দিন ধরে এই এলাকায় তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।
এদিন ভবানীপুরে সেই পুরনো মেজাজে দেখা গেল মদন মিত্রকে। সোমবার দুপুর আড়াইটে নাগাদ তিনি যজ্ঞ শুরু করেন। মদন মিত্র বলেন, “এই যজ্ঞের মাধ্যমে ভবানীপুরের তৃণমূল কর্মীরা শপথ নিচ্ছে কাল ফলপ্রকাশের আগে পর্যন্ত তাঁরা উপোস থাকবেন। শুধু মুখে চলবে জয় বাংলা স্লোগান।’’
advertisement
advertisement
আরও পড়ুন: জীবনের শেষ শটে ছক্কা, তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার! শিউরে ওঠা ভিডিও, স্তম্ভিত দেশ
এক্সিট পোল-কে বিশ্বাস করেন না মদন মিত্র। তিনি বলেন, “আগামী দিনে তিরিশটির বেশি আসনেই আমরা জয়লাভ করব। সব এক্সিট পোল মিথ্যে হয়ে যাবে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন প্রকল্পের জয়ধ্বনি এদিন বারবার দিতে শোনা যায় মদন মিত্রকে।
advertisement
রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। এক্সিট পোলে বেশির ভাগ সংবাদ মাধ্যমই বিজেপিকে বেশি আসন দিয়েছে। কম আসন দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে। যদিও এই সব বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকেও খারিজ করে দেওয়া হয়েছে এক্সিট পোল। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2024 7:38 PM IST