Dev Vs Hiran: ১০ দিনের মধ্যে খুন হবে কেশপুরে! হঠাৎ আশঙ্কাপ্রকাশ দেবের, কারা করছে ষড়যন্ত্র? নিশানায় কে?

Last Updated:

এরপরেই দেবের বিস্ফোরক মন্তব্য, ‘‘হিরণ পাগল হয়ে গিয়েছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এইসব না বললে ওতো হেডলাইনে আসবে না। হিরণ তো নিজের একটা কাজের কথাও তো বলছেন না৷ ওঁর দল দশ বছরে কী করেছে, উনি নিজে কী করেছেন, উনি তিন বছরের বিধায়ক এবং কাউন্সিলর দুটো পদই তো নিয়ে আছেন। এখন সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখা ভাল, সেটা আমি বলব না যে ভুল স্বপ্ন দেখছে। মানুষের স্বপ্ন দেখার অধিকার রয়েছে। কিন্তু কিন্তু স্বপ্নকে সত্যি করার জন্য রাত্রে যা ভাববে সকালে যা পারবে বলবে তোমরা সেটাকে হেডলাইন করবে..’’

দক্ষিণবঙ্গ: আগামী ১০ থেকে ২০ মে’র মধ্যে একটা খুন হবে কেশপুরে৷ সম্প্রতি কেশপুরে একটি কর্মসূচিতে এসে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ঘাটালের তারকা তৃণমূলপ্রার্থী দেব৷ সংবাদমাধ্যমের সামনে দেব দাবি করেছেন, বিজেপি প্রার্থী ও বিজেপি দল একটা ষড়যন্ত্র করে তাদের দলীয় কর্মীকে খুন করে তৃণমূলের উপর দোষ চাপিয়ে ভোট করানোর চেষ্টা করতে চাইছে! এ বিষয়ে সংবাদমাধ্যমের মাধ্যমে প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে আগাম আর্জিও জানিয়েছেন তারকা প্রার্থী৷
কেশপুরের মাটিতে দাঁড়িয়ে দেব বলেন, ‘‘আমাদের কাছে যা খবর এসেছে, এখনও পর্যন্ত বিজেপির যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রয়েছে, আমাদের কাছে খবর রয়েছে কেশপুরে তারা কোনও একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে।’’
advertisement
দেবের দাবি, ‘‘ওরা বুঝতে পেরেই গেছে যে জেতার আর কোন রাস্তা নেই। এরকম কথাবার্তা না বলে, এই যে মৃত্যুর রাজনীতি ওরা শুরু করতে চলেছে ১০ থেকে ২০ তারিখের মধ্যে। বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী ও দলের। আমি আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে।’’
advertisement
advertisement
দেব জানান, তিনি গত ১০ বছর ধরে কেশপুর শান্ত রাখার চেষ্টা করছেন৷ কিন্তু, জেতার জন্য বিজেপি প্রার্থী ও বিজেপি দল যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করছে, সেইজন্যে তিনি আগাম জানিয়ে রাখতে চান চ্যানেলের মাধ্যমে প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে।
আরও পড়ুন: অবশেষে স্বস্তির বৃষ্টি তো এল…কিন্তু এর পর! থাকবে জলঝড় না ফিরবে গরম? জেনে নিন এ সপ্তাহের সম্পূর্ণ ওয়েদার আপডেট
এরপরেই দেবের বিস্ফোরক মন্তব্য, ‘‘হিরণ পাগল হয়ে গিয়েছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এইসব না বললে ওতো হেডলাইনে আসবে না। হিরণ তো নিজের একটা কাজের কথাও তো বলছেন না৷ ওঁর দল দশ বছরে কী করেছে, উনি নিজে কী করেছেন, উনি তিন বছরের বিধায়ক এবং কাউন্সিলর দুটো পদই তো নিয়ে আছেন। এখন সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখা ভাল, সেটা আমি বলব না যে ভুল স্বপ্ন দেখছে। মানুষের স্বপ্ন দেখার অধিকার রয়েছে। কিন্তু কিন্তু স্বপ্নকে সত্যি করার জন্য রাত্রে যা ভাববে সকালে যা পারবে বলবে তোমরা সেটাকে হেডলাইন করবে..’’
advertisement
প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে দেবের যোগ থাকার অভিযোগ করে একের পর এক মন্তব্য করতে দেখা গিয়েছে ঘআটালের বিজেপি প্রার্থী হিরণকে৷ এদিন সেই প্রসঙ্গে দেব বলেন, ‘‘এখনও তো একটাও কিছু প্রমাণ দিতে পারল না গত ২ বছর ধরে এত কিছু বলে যাচ্ছে। মিডিয়াকে বলব তোমরা ভুলভাল এই খবরগুলোকে তোমরা হেড লাইনে দিচ্ছ এইজন্য ও সাহসটা পাচ্ছে। আসলে মানুষ ওর সঙ্গে নেই ,মানুষ কেন ওর নিজের দলই ওর সঙ্গে নেই। যে কথাগুলি ও বলছে একটাও তার দলের কোনও নেতা ওই কথা বলছে না। একজন বিধায়ক আছে সেও কোনদিন আমার কথা বলেছে না। ওদের জেলা সভাপতি রয়েছে সেও কি আমাকে নিয়ে কিছু বলছে? কেউ কিছু বলছে না বিজেপির। ওই একটাই ছেলে জেতার জন্য মরিয়া হয়ে যা পারছে বলছে ওকে আমার শুভেচ্ছা রইল।’’
advertisement
আরও পড়ুন: ‘মাত্র ২০০০ টাকায় বিক্রি করেছে…,’ সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার বিস্ফোরক অভিষেক, যা বললেন
আজ দেব কেশপুরে একাধিক কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন। পাশাপাশি, অডিও ভাইরাল প্রসঙ্গে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব বলেন, ‘‘এইসব কাজ একটা লোকই করছে সে চায় না যে আমি জিতি। সেই জন্য সে সব রকম ভাবে চেষ্টা করছে দলের ক্ষতি করার জন্য।’’
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dev Vs Hiran: ১০ দিনের মধ্যে খুন হবে কেশপুরে! হঠাৎ আশঙ্কাপ্রকাশ দেবের, কারা করছে ষড়যন্ত্র? নিশানায় কে?
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement