Lok Sabha Elections 2024: প্রচারের অভিনব কৌশল! শক্তিগড়ের মাটিতে দাঁড়িয়ে বড় চমক কীর্তির! এ দৃশ্য আগে দেখেনি কেউ...
- Reported by:Nayan Ghosh
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
TMC Campaign: ল্যাংচার পীঠস্থান শক্তিগড়ে ল্যাংচা ভাজতে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। এই ধরনের চমক স্বভাবতই মানুষের নজর কেড়েছে।
শক্তিগড়: প্রচারে বেরিয়ে বারবারই চমক দিয়েছেন তিনি। কখনও তিনি সুরের তালে তালে কোমর দুলিয়েছেন, কখনও নেমে পড়েছেন ব্যাট হাতে। কখনও গিয়েছেন মন্দিরে, আবার কখনও প্রাতঃভ্রমনে বেরিয়ে গান শুনেছেন সাধারণ মানুষের কাছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তৃণমূলের এই তারকা প্রার্থী প্রচারে বেরিয়ে বারবার চমক দিয়েছেন। সে কীর্তি আজাদ আবার চমকে দিলেন সবাইকে।
এ দিন বর্ধমানের শক্তিগড় এলাকায় প্রচারে পৌঁছে গিয়েছিলেন কীর্তি আজাদ। সেখানে তিনি জনসংযোগ করেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। শুনে নেন তাদের চাওয়া পাওয়া। এরপরেই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে যান চা খেতে। চা খেতে খেতে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে গল্প করেন।
আরও পড়ুনঃ রাত পোহালেই তোলপাড় ঝড়বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে পবিত্র ইদে? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর
এ দিন শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচার স্বাদও নিয়েছেন। কিন্তু তখনও কেউ জানতেন না, রয়েছে বড় চমক। কারণ এরপর তিনি নিজেই অবতীর্ণ হন ল্যাংচার কারিগর রূপে। ল্যাংচার পীঠস্থান শক্তিগড়ে ল্যাংচা ভাজতে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। তৃণমূল প্রার্থীর প্রচারে বেরিয়ে এই ধরনের চমক স্বভাবতই মানুষের নজর কেড়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রচারে বেরিয়ে বারবারই নানা রকম ভূমিকায় দেখা গিয়েছে তৃণমূলের তারকা প্রার্থীকে। গ্রীষ্মের দাবদাহে সবাই যখন অতিষ্ঠ, তখন তিনি প্রচার করেছেন হুডখোলা গাড়িতে চেপে। আবার দুর্গাপুরে প্রাতঃভ্রমণের মাধ্যমে জনসংযোগ করেছেন তিনি। বাংলার রাজনীতিতে নতুন মুখ হলেও, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন তৃণমূল প্রার্থী। চেষ্টা করছেন মানুষের নজর কেড়ে নেওয়ার। আর তার মধ্যেই এদিন শক্তিগড়ে প্রচারে গিয়ে ল্যাংচা ভেজে সকলকে একপ্রকার চমকে দিয়েছেন।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 11, 2024 1:31 PM IST








