Lok Sabha Elections 2024: লকেট বনাম রচনা! তারকার কেন্দ্রে কোথায় দাঁড়িয়ে আছে ভোটের অঙ্ক?
- Published by:Satabdi Adhikary
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
সিঙ্গুর তৃণমূল কংগ্রেস ৮২,৭৪৮, বিজেপি ৯৩,১৭৭, চন্দননগর তৃণমূল কংগ্রেস ৭১,১৯৬, বিজেপি ৬৮,৩২১, চুঁচুড়া তৃণমূল কংগ্রেস ৯৫,৫৮৭, বিজেপি ১,১৬,৬০৩, বলাগর তৃণমূল কংগ্রেস ৭৬,১২১, বিজেপি ১,১০,১৭৫,পাণ্ডুয়া তৃণমূল কংগ্রেস ৮৯,১৮১, বিজেপি ৮৯,৮৮৩, সপ্তগ্রাম তৃণমূল কংগ্রেস ৭২,৮০৭, বিজেপি ৯৪,৩৯২, ধনেখালি তৃণমূল কংগ্রেস ১,০৯,৮৪২, বিজেপি ৯৭,৪৮০, হুগলি লোকসভার ২০২১ বিধানসভার নিরিখে বর্তমান অবস্থান দেখব এক নজরে।
হুগলি: তারকা কেন্দ্র হয়ে উঠেছে এই হুগলি লোকসভা আসন৷ একদিকে লকেট চট্টোপাধ্যায়, গতবারের সাংসদ। একদিকে রচনা বন্দ্যোপাধ্যায়। তবে ভোটে দিদি নম্বর ১ কে হবে সেটাই নজর রাজনৈতিক মহলের৷ বিধানসভা ভোটের ফল অনুযায়ী ভাল অবস্থায় তৃণমূল কংগ্রেস। এমনকি, সাংগঠনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে জোড়া ফুল শিবির৷ তবে লকেট বনাম রচনার লড়াইয়ে সকলে তাকিয়ে আছে ভোটের দিন বুথে কে কতটা শক্তি ধরে রাখতে পারে, তার উপরে৷
২৮ নম্বর হুগলি লোকসভার সার্বিক চিত্র নিয়ে আলোচনা করব। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই লোকসভা থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। প্রাপ্ত ভোট ৬,৭১,৪৪৮। যা কি না ৪৬.৪৯ শতাংশ ভোট। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগ পেয়েছিলেন ৫,৯৮,০৮৬। অর্থাৎ, ৪১.৪১ শতাংশ ভোট। ২০১৯ লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল দেখে নেব এক নজরে।
advertisement
advertisement
আরও পড়ুন: ছ-ছ’টি রোড শো! তিন-তিনটি জনসভা! শনিবার থেকে টার্গেট ‘ডায়মন্ড’! মেগা ‘প্রচার’ শুরু অভিষেকের
সিঙ্গুর তৃণমূল কংগ্রেস ৮২,৭৪৮, বিজেপি ৯৩,১৭৭, চন্দননগর তৃণমূল কংগ্রেস ৭১,১৯৬, বিজেপি ৬৮,৩২১, চুঁচুড়া তৃণমূল কংগ্রেস ৯৫,৫৮৭, বিজেপি ১,১৬,৬০৩, বলাগর তৃণমূল কংগ্রেস ৭৬,১২১, বিজেপি ১,১০,১৭৫,পাণ্ডুয়া তৃণমূল কংগ্রেস ৮৯,১৮১, বিজেপি ৮৯,৮৮৩, সপ্তগ্রাম তৃণমূল কংগ্রেস ৭২,৮০৭, বিজেপি ৯৪,৩৯২, ধনেখালি তৃণমূল কংগ্রেস ১,০৯,৮৪২, বিজেপি ৯৭,৪৮০, হুগলি লোকসভার ২০২১ বিধানসভার নিরিখে বর্তমান অবস্থান দেখব এক নজরে।
advertisement
সিঙ্গুর তৃণমূল কংগ্রেস ১,০১,০৭৭, বিজেপি ৭৫,১৫৪, চন্দননগর তৃণমূল কংগ্রেস ৮৬,৭৭৮, বিজেপি ৫৫,৭৪৯, চুঁচুড়া তৃণমূল কংগ্রেস ১,১৭,১০৪, বিজেপি ৯৮,৬৮৭, বলাগর তৃণমূল কংগ্রেস ১,০০,৩৬৪, বিজেপি ৯৪,৬৮৭, পাণ্ডুয়া তৃণমূল কংগ্রেস ১,০২,৮৭৪, বিজেপি ৭১,০১৬, সপ্তগ্রাম তৃণমূল কংগ্রেস ৯৩,৩২৮, বিজেপি ৮৩,৫৫৬, ধনেখালি তৃণমূল কংগ্রেস ১,২৪,৭৭৬, বিজেপি ৯৪,৬১৭৷
আরও পড়ুন: কলকাতার একই হাসপাতালে মিলল ৫ করোনা আক্রান্তের খোঁজ! কী বলছেন চিকিৎসকরা?
অর্থাৎ, আমরা দেখলাম ২০২১ বিধানসভার ফলাফলের নিরিখে এই ২৮ হুগলি আসনে ১,৫২,৯৪২, ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এমনিতেই শহর ও হুগলি গ্রামীণ এলাকার অংশ নিয়ে এই লোকসভা। প্রথমবার এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেই জয় ছিনিয়ে নিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়৷ এই আসনে এবার সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভা করেছেন মমতা-অভিষেক দু’জনেই৷
Location :
West Bengal
First Published :
May 19, 2024 10:54 AM IST