Lok Sabha Elections 2024: মমতা প্রসঙ্গে অধীরকে প্রকাশ্যে ভর্ৎসনা...তাই কি কালি খাড়্গের পোস্টারে? এবার নতুন জল্পনা উস্কে দিল বিজেপি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গত শনিবার মুম্বইয়ে ‘ইন্ডিয়া’ জোটসঙ্গী শিবসেনা (ইউবিটি)-র উদ্ধব ঠাকরের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে৷ সেখানেই সাংবাদিক বৈঠকে খাড়্গেকে প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে৷ উত্তরে খাড়্গে জানান, মমতাজি ভীষণভাবেই ইন্ডিয়া জোটের অংশ৷
নয়াদিল্লি: অধীরকে প্রকাশ্যে ভর্ৎসনা! তাই কি কলকাতায় কংগ্রেসের পোস্টারে কালি পড়ল খাড়্গের ছবিতে৷ এবার সেই জল্পনাই উস্কে দিল বিজেপি৷ সোমবার বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছেন, এই ঘটনায় আরও স্পষ্ট হয়েছে কংগ্রেসের অন্তর্বর্তী কলহ৷ তাঁর দাবি, মুম্বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে অধীর চৌধুরীর অবস্থান নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার পরেই কলকাতার কংগ্রেস কার্যালয়ের সামনে ঘটে এই ঘটনা৷
গত শনিবার মুম্বইয়ে ‘ইন্ডিয়া’ জোটসঙ্গী শিবসেনা (ইউবিটি)-র উদ্ধব ঠাকরের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে৷ সেখানেই সাংবাদিক বৈঠকে খাড়্গেকে প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে৷ উত্তরে খাড়্গে জানান, মমতাজি ভীষণভাবেই ইন্ডিয়া জোটের অংশ৷
আরও পড়ুন: রাহুল, স্মৃতি থেকে রাজনাথ! পঞ্চম দফায় উত্তরপ্রদেশে ভাগ্যপরীক্ষা হেভিওয়েটদের…কে করবে বাজিমাত? সেটাই দেখার
তখনই খাড়্গেকে মমতা প্রসঙ্গে অধীর চৌধুরীর অবস্থান সম্পর্কে প্রশ্ন করেন সাংবাদিকেরা৷ উত্তরে খাড়্গের স্পষ্ট মন্তব্য, ‘‘উনি (অধীর চৌধুরী) সিদ্ধান্ত নেওয়ার কেউ নন৷ আমরা এখানে সিদ্ধান্ত নিই, কংগ্রেস সিদ্ধান্ত নেয়, আমাদের হাইকম্যান্ড রয়েছে৷ তাই আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই ঠিক৷ যা সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই বাকিরা অনুসরণ করেন৷ যদি কেউ তা না মানেন, তাহলে তাঁদের চলে যেতে হবে৷’’
advertisement
advertisement
The internecine war between the Congress spills out. After Congress President Mallikarjun Kharge openly castigated Adhir Ranjan Chowdhury for taking on Mamata Banerjee, his posters outside Congress headquarter in West Bengal have been defaced with ‘TMC Dalal’ written across.
The… pic.twitter.com/WKiBunGR7Y
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) May 20, 2024
advertisement
প্রসঙ্গত, অধীর চৌধুরী বরাবরই তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল সমালোচনা করে থাকেন৷ এমনকি, সম্প্রতি তিনি দাবি করেছিলেন, প্রয়োজনে মমতা বিজেপির সঙ্গেও হাত মেলাতে পারেন৷ অন্যদিকে, তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বাংলায় ‘ইন্ডিয়া’ জোট কার্যকর না হাওয়ার জন্য দায়ী করেছেন অধীর চৌধুরীকে৷
আরও পড়ুন: কঠিন ঠাঁই মহারাষ্ট্র! মানরক্ষার লড়াইয়ে ঠাকরে-পওয়ার…অঙ্ক কষছে শিণ্ডে-বিজেপিও, সোমবার মহারাষ্ট্রে শেষ দফার ভোটগ্রহণ
ঘটনাচক্রে, অধঈর প্রসঙ্গে খাড়্গের গত শনিবারের মন্তব্যের পরে গত রবিবার কলকাতার কংগ্রেস কার্যালয়ের বাইরে লাগানো পোস্টারে খাড়্গের ছবির উপরে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটে৷
advertisement
যদিও নিজের এই মন্তব্যের পরে কংগ্রেসের ৫ বারের সাংসদ অধীর চৌধুরীকে দলের ‘লড়াকু সৈনিক’ বলে প্রশংসাও করেছেন মল্লিকার্জুন খাড়্গে৷
Location :
New Delhi,Delhi
First Published :
May 20, 2024 5:59 PM IST