Lok Sabha elections exit poll: এনডিএ-ইন্ডিয়া জোর লড়াই, কী হবে দক্ষিণের তিন বড় রাজ্যে? ইঙ্গিত ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস সমীক্ষায়

Last Updated:

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জন্য ভাল খবর থাকলেও দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটকেই এগিয়ে রাখা হল৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নয়াদিল্লি: দক্ষিণের তিনটি বড় রাজ্যে কেমন হতে চলেছে লোকসভা নির্বাচনের ফলাফল? ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জন্য ভাল খবর থাকলেও দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটকেই এগিয়ে রাখা হল৷

কর্ণাটক

advertisement
কর্ণাটকে ক্ষমতায় রয়েছে কংগ্রেসের জোট সরকার৷ কর্ণাটকে লোকসভার মোট আসন সংখ্যা ২৮৷ ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হচ্ছে, কর্ণাটকে দুর্দান্ত ফল করতে পারে বিজেপিই৷ এই সমীক্ষায় দাবি করা হচ্ছে, কর্ণাটকে বিজেপি পেতে পারে ২৩ থেকে ২৫টি আসন৷ ইন্ডিয়া জোট পেতে পারে ৩ থেকে ৫টি আসন৷
advertisement

তামিলনাড়ু

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তামিলনাড়ুতে অবশ্য ডিএমকে-কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ৩৩ থেকে ৩৭টি আসন পেতে পারে৷ তবে এই সমীক্ষাতেই দাবি করা হয়েছে, তামিলনাড়ুতে খাতা খুলতে পারে বিজেপি৷ ২ থেকে ৪টি আসন পেতে পারে এনডিএ জোট৷ এআইডিএমকে পেতে পারে ০-২টি আসন৷
advertisement

কেরল

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হচ্ছে, কেরলও খাতা খুলতে পারে বিজেপি৷ কেরলে এনডিএ ২ থেকে ৩টি আসন পেতে পারে৷ কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেতে পারে ১৭ থেকে ১৮টি আসন৷ তবে বাম গণতান্ত্রিক জোট সর্বাধিক একটি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections exit poll: এনডিএ-ইন্ডিয়া জোর লড়াই, কী হবে দক্ষিণের তিন বড় রাজ্যে? ইঙ্গিত ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস সমীক্ষায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement