Lok sabha Elections 2024: আসানসোলে মেগা রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, দিলেন শত্রুঘ্ন সিনহাকে জেতানোর ডাক
- Reported by:Nayan Ghosh
- local18
- Published by:Sudip Paul
Last Updated:
Lok sabha Elections 2024: অক্ষয় তৃতীয়ার দিনে দলের প্রার্থীর হয়ে মেগা রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে বিশাল রোড শো করেছেন তিনি।
আসানসোল, পশ্চিম বর্ধমান : অক্ষয় তৃতীয়ার দিনে দলের প্রার্থীর হয়ে মেগা রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে বিশাল রোড শো করেছেন তিনি। হুড খোলা গাড়িতে চেপে দীর্ঘ দুই কিলোমিটার রাস্তায় রোড শো করেছেন প্রার্থীকে সঙ্গে নিয়ে। গাড়িতে হাজির ছিলেন জেলা তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
এদিন আসানসোলের দুর্গা মন্দির সংলগ্ন এলাকা থেকে শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। হুড খোলা গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে ছিলেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাছাড়াও সেখানে দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ,জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। আর প্রচারের শেষ বেলায় এই রোড শো থেকে তৃণমূল প্রার্থীকে ফের আসানসোলে জেতানোর আওয়াজ শুনেছেন তিনি।
advertisement
উল্লেখ্য, আসানসোলের দুর্গা মন্দির সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া এই রোড শো গিয়ে শেষ হয় আসানসোলের হটন রোড এলাকায়। প্রসঙ্গত, ২০২২ সালে উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার সমর্থনে এই রাস্তাতেই রোড শো করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২২ এর চেনা সেই রাস্তায় ফের ২৪’এর নির্বাচনে শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করলেন তিনি।
advertisement
advertisement
এদিনের নির্বাচনী প্রচার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করেছেন। তার বক্তব্যে একাধিক বিষয় উঠে এসেছে। অন্যদিকে দলীয় প্রার্থীর সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো’কে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের বড় সংখ্যায় ভিড় লক্ষ্য করা গিয়েছে। তাছাড়াও নির্বাচনী এই রোড শো’কে কেন্দ্র করে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা।
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2024 8:27 PM IST







