Kanhaiya Kumar attacked: কানহাইয়াকে ঘিরে ধরে চড়-থাপ্পড়, ছোড়া হল কালি! খাস দিল্লিতেই আক্রান্ত কংগ্রেস প্রার্থী

Last Updated:

দিল্লি পূর্ব কেন্দ্রে বিজেপি-র বর্তমান সাংসদ মনোজ তিওয়ারির বিরুদ্ধে লড়ছেন ৩৭ বছরের কানহাইয়া৷

দিল্লিতে আক্রান্ত কানহাইয়া কুমার৷
দিল্লিতে আক্রান্ত কানহাইয়া কুমার৷
নয়াদিল্লি: রাজধানী দিল্লির বুকেই প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার৷ দিল্লি পূর্ব কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে লড়ছেন কানহাইয়া৷ অভিযোগ, এ দিন প্রচারে বেরনোর সময় তাঁকে ঘিরে ধরে মারধর করে সাত থেকে আট জন ব্যক্তি৷ কানহাইয়াকে লক্ষ্য করে কালিও ছোড়া হয়৷
কানহাইয়ার উপরে যারা হামলা চালায়, তাদের মধ্যে দু জনই আবার ঘটনার ভিডিও প্রকাশ করেছে৷ যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ তবে ঘটনাটি ঘটেছে গতকাল, শুক্রবার৷ দিল্লির নিউ ওসমানপুর এলাকায় এই ঘটনা ঘটে৷ হামলাকারীদের দাবি, কানহাইয়া দেশভাগের কথা বলেছেন এবং ভারতীয় সেনার উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেছেন বলেই তাঁর উপরে এই হামলা চালানো হয়েছে৷
advertisement
advertisement
advertisement
এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন আপ-এর কাউন্সিলর ছায়া গৌরব শর্মা৷ তাঁর দাবি, কানহাইয়া কুমারকে নিয়ে তিনি কর্তার নগরের দলীয় কার্যালয় থেকে বেরনোর সময়ই সাত থেকে আটজন হামলা চালায়৷
প্রথমে হামলাকারীরা মালা পরানোর অছিলায় কানহাইয়ার কাছাকাছি আসে৷ এর পরই আচমকা তাঁকে ঘিরে ধরে চড় থাপ্পড় মারতে শুরু করেন তাঁরা৷ এই ঘটনায় তিন থেকে চারজন মহিলাও আহত হয়েছেন বলে অভিযোগ৷ ধাক্কাধাক্কিতে একজন মহিলা সাংবাদিকও ড্রেনে পড়ে যান৷
advertisement
আপ-এর ওই মহিলা কাউন্সিলর আরও অভিযোগ করেছেন, হামলাকারীরা তাঁকে এবং তাঁর স্বামীকেও মেরে ফেলার হুমকি দিয়েছে৷ আপ কাউন্সিলর যে অভিযোগ দায়ের করেছেন, তা স্বীকার করে নিয়েছে দিল্লি পুলিশ৷
দিল্লি পূর্ব কেন্দ্রে বিজেপি-র বর্তমান সাংসদ মনোজ তিওয়ারির বিরুদ্ধে লড়ছেন ৩৭ বছরের কানহাইয়া৷ মনোজ তিওয়ারি বাদে এবার দিল্লির কোনও কেন্দ্রেই বিদায়ী সাংসদদের কাউকে টিকিট দেয়নি বিজেপি৷ দিল্লিতে কংগ্রেস-আপ জোট বেঁধে নির্বাচনে লড়ছে৷ দিল্লি পূর্ব কেন্দ্রে আপের সমর্থনেই লড়ছেন ৩৭ বছরের কানহাইয়া৷ আগামী ২৫ মে, সোমবার দিল্লিতে ভোট৷ তার আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ প্রশ্ন উঠছে দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Kanhaiya Kumar attacked: কানহাইয়াকে ঘিরে ধরে চড়-থাপ্পড়, ছোড়া হল কালি! খাস দিল্লিতেই আক্রান্ত কংগ্রেস প্রার্থী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement