Kanhaiya Kumar attacked: কানহাইয়াকে ঘিরে ধরে চড়-থাপ্পড়, ছোড়া হল কালি! খাস দিল্লিতেই আক্রান্ত কংগ্রেস প্রার্থী

Last Updated:

দিল্লি পূর্ব কেন্দ্রে বিজেপি-র বর্তমান সাংসদ মনোজ তিওয়ারির বিরুদ্ধে লড়ছেন ৩৭ বছরের কানহাইয়া৷

দিল্লিতে আক্রান্ত কানহাইয়া কুমার৷
দিল্লিতে আক্রান্ত কানহাইয়া কুমার৷
নয়াদিল্লি: রাজধানী দিল্লির বুকেই প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার৷ দিল্লি পূর্ব কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে লড়ছেন কানহাইয়া৷ অভিযোগ, এ দিন প্রচারে বেরনোর সময় তাঁকে ঘিরে ধরে মারধর করে সাত থেকে আট জন ব্যক্তি৷ কানহাইয়াকে লক্ষ্য করে কালিও ছোড়া হয়৷
কানহাইয়ার উপরে যারা হামলা চালায়, তাদের মধ্যে দু জনই আবার ঘটনার ভিডিও প্রকাশ করেছে৷ যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ তবে ঘটনাটি ঘটেছে গতকাল, শুক্রবার৷ দিল্লির নিউ ওসমানপুর এলাকায় এই ঘটনা ঘটে৷ হামলাকারীদের দাবি, কানহাইয়া দেশভাগের কথা বলেছেন এবং ভারতীয় সেনার উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেছেন বলেই তাঁর উপরে এই হামলা চালানো হয়েছে৷
advertisement
advertisement
advertisement
এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন আপ-এর কাউন্সিলর ছায়া গৌরব শর্মা৷ তাঁর দাবি, কানহাইয়া কুমারকে নিয়ে তিনি কর্তার নগরের দলীয় কার্যালয় থেকে বেরনোর সময়ই সাত থেকে আটজন হামলা চালায়৷
প্রথমে হামলাকারীরা মালা পরানোর অছিলায় কানহাইয়ার কাছাকাছি আসে৷ এর পরই আচমকা তাঁকে ঘিরে ধরে চড় থাপ্পড় মারতে শুরু করেন তাঁরা৷ এই ঘটনায় তিন থেকে চারজন মহিলাও আহত হয়েছেন বলে অভিযোগ৷ ধাক্কাধাক্কিতে একজন মহিলা সাংবাদিকও ড্রেনে পড়ে যান৷
advertisement
আপ-এর ওই মহিলা কাউন্সিলর আরও অভিযোগ করেছেন, হামলাকারীরা তাঁকে এবং তাঁর স্বামীকেও মেরে ফেলার হুমকি দিয়েছে৷ আপ কাউন্সিলর যে অভিযোগ দায়ের করেছেন, তা স্বীকার করে নিয়েছে দিল্লি পুলিশ৷
দিল্লি পূর্ব কেন্দ্রে বিজেপি-র বর্তমান সাংসদ মনোজ তিওয়ারির বিরুদ্ধে লড়ছেন ৩৭ বছরের কানহাইয়া৷ মনোজ তিওয়ারি বাদে এবার দিল্লির কোনও কেন্দ্রেই বিদায়ী সাংসদদের কাউকে টিকিট দেয়নি বিজেপি৷ দিল্লিতে কংগ্রেস-আপ জোট বেঁধে নির্বাচনে লড়ছে৷ দিল্লি পূর্ব কেন্দ্রে আপের সমর্থনেই লড়ছেন ৩৭ বছরের কানহাইয়া৷ আগামী ২৫ মে, সোমবার দিল্লিতে ভোট৷ তার আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ প্রশ্ন উঠছে দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Kanhaiya Kumar attacked: কানহাইয়াকে ঘিরে ধরে চড়-থাপ্পড়, ছোড়া হল কালি! খাস দিল্লিতেই আক্রান্ত কংগ্রেস প্রার্থী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement