TMC: মঞ্চে উঠেও তৃণমূলে যোগদানে নারাজ, বেঁকে বসলেন নির্দল কাউন্সিলর! হতভম্ব ব্রাত্য-সৌগত

Last Updated:

দমদমের রবীন্দ্র ভবনে দলের কর্মিসভায় দেবাশিস বন্দ্যোপাধ্যায় দলে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়৷

ব্রাত্য বসু, সৌগত রায়ের সামনেই তৃণমূলে যোগদানের প্রস্তাব ফেরালেন নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়৷
ব্রাত্য বসু, সৌগত রায়ের সামনেই তৃণমূলে যোগদানের প্রস্তাব ফেরালেন নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: অন্য দল অথবা নির্দল টিকিটে জয়ী জনপ্রতিনিধিদের শাসক দলে নাম লেখানোর ঘটনায় নতুনত্ব কিছু নেই৷ কিন্তু দল বদলের মঞ্চে শেষ মুহূর্তে কোনও জনপ্রতিনিধি শাসক দলের পতাকা নিতে অস্বীকার করছেন, এমন ঘটনা বিরল৷ তাও আবার এই ঘটনা যদি খোদ এলাকার সাংসদের সামনে ঘটে তাহলে শাসক দলের অস্বস্তি কয়েকগুণ বেড়ে যায়৷
মঙ্গলবার ঠিক সেই ঘটনার সাক্ষী থাকলেন দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা৷ শেষ মুহূর্তে এলাকার সাংসদ এবং এবারে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিতে অস্বীকার করলেন দক্ষিণ দমদম পুরসভার নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়৷ এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ দেবাশিস বাবু অবশ্য জানিয়ে দিয়েছেন, নিজের ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই তৃণমূলে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি৷
advertisement
advertisement
দেবাশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জন্মলগ্ন থেকেই শাসক দলে ছিলেন৷ ২০১৫ সালে কাউন্সিলর নির্বাচিত হন তিনি৷ কিন্তু ২০২২ সালে পুরসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি শাসক দল৷ তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েই বিপুল ভোটে জয়ী হন দেবাশিস বাবু৷ হারিয়ে দেন তৃণমূলের প্রার্থীকেই৷ নির্দল হিসেবে ভোটে দাঁড়ানোয় তাঁকে ২ বছরের জন্য সাসপেন্ডও করেছিল শাসক দল৷
advertisement
কিন্তু লোকসভা ভোটের মুখে এলাকার জনপ্রিয় এই নেতাকে দলে ফেরাতে উদ্যোগী হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ সেই মতো এ দিন দমদমের রবীন্দ্র ভবনে দলের কর্মিসভায় দেবাশিস বন্দ্যোপাধ্যায় দলে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়৷ মঞ্চ থেকে ঘোষণাও করা হয় দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ডের দুই নির্দল কাউন্সিলরের হাতে তৃণমূলের পতাকা তুলে দেবেন সাংসদ সৌগত রায়৷ সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও এলাকার বিধায়ক ব্রাত্য বসুও৷
advertisement
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাইকের সামনে গিয়ে কিছু বলতে চান ১৫ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চে উপস্থিত সৌগত রায়, ব্রাত্য বসু সহ দলের নেতাদের চমকে দিয়েই তিনি ঘোষণা করেন, এখনই তৃণমূলে যোগদান করা তাঁর পক্ষে সম্ভব নয়৷ এর কারণও ব্যাখ্যা করেন দেবাশিস বাবু৷ জানিয়ে দেন, আগে তিনি নিজের ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিতে চান৷ প্রথমে হতচকিত হয়ে গেলেও দেবাশিসবাবুর প্রস্তাবে সম্মতি দেন এলাকার বিধায়ক ব্রাত্য বসু৷ সাংসদ সৌগত রায় অবশ্য অস্বস্তি এড়াতে দাবি করেন, ‘যোগদান তো হয়েছে৷ উনি তো মঞ্চেই ছিলেন৷’
advertisement
দেবাশিস বাবু অবশ্য বলেন, ‘ব্রাত্য বসু এবং সৌগত রায় আজকে আমাকে যোগদান করানোর ঘোষণা করেছিলেন৷ আমাকে বিনা কারণে কয়েকজনের কথা শুনে দল টিকিট দেয়নি৷ তা সত্ত্বেও আমি ৯৬ শতাংশ ভোট পেয়ে জিতেছি৷ ২ বছর বাদে দল আজকে আমাকে বলছে যোগ দেওয়ার জন্য৷ কিন্তু আমাকে যে ৯৬ শতাংশ মানুষ ভোট দিয়েছে, তাঁদের মতামত নিয়েই আমি যা করার করব৷ নাহলে তাঁদের মধ্যে দশ শতাংশ মানুষও ভাবতে পারেন যে নিজের স্বার্থের কথা ভেবে আমি আবার তৃণমূলে ফিরে গেলাম৷ তাঁরা যা মতামত দেবেন, আমি সেই অনুযায়ী চলব৷ তখন যদি যোগদান না করায় করব না৷ যোগদান করতেই হবে এর তো মানে নেই৷ কিন্তু আমাকে যে অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল সেটা যে মিথ্যা, তা বুঝতে পারার জন্য দলকে আমি নতমস্তকে প্রণাম জানাই৷’
advertisement
তবে দেবাশিস বন্দ্যোপাধ্যায় যোগ না দিলেও ৯ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অবশ্য তৃণমূলে যোগদান করেন৷ দেবাশিস বাবু অবশ্য এ দিন বার বারই দাবি করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি তাঁর আস্থা অটুট৷ সৌগত রায় এবারেও দমদম থেকে সাংসদ নির্বাচিত হবেন বলেও দাবি করেছেন নির্দল এই কাউন্সিলর৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
TMC: মঞ্চে উঠেও তৃণমূলে যোগদানে নারাজ, বেঁকে বসলেন নির্দল কাউন্সিলর! হতভম্ব ব্রাত্য-সৌগত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement