গুজরাতে কংগ্রেসের ৩৭ বছরের রেকর্ড ভাঙতে চলছে বিজেপি, গড়ছে ইতিহাস
- Published by:Satabdi Adhikary
Last Updated:
২০২২ এর বিধানসভা নির্বাচনেই নিজের রেকর্ড ছাপিয়ে ১৫৯ আসনের আশপাশে ঘোরাফেরা করছে বিজেপির আসন সংখ্যা। খাতায়কলমে, দিনের শেষে এই আসন সংখ্যাই ধরে রাখতে পারলে বিজেপি এবার কংগ্রেসের ৩৭ বছরের রেকর্ডও ভেঙে দেবে বিজেপি।
#গুজরাত: এবারের বিধানসভা নির্বাচনে নিজের রেকর্ড নিজেই ভেঙেছিল বিজেপি। এবারে কংগ্রেসের ১৯৮৫ সালের রেকর্ডও ভেঙে দিল বিজেপি।
২০০২ সালে গুজরাত বিধানসভা নির্বাচনে ১২৭ আসনে জিতে রেকর্ড গড়েছিল মোদি-শাহের বিজেপি।
advertisement

২০২২ এর বিধানসভা নির্বাচনেই নিজের রেকর্ড ছাপিয়ে ১৫৯ আসনের আশপাশে ঘোরাফেরা করছে বিজেপির আসন সংখ্যা। খাতায়কলমে, দিনের শেষে এই আসন সংখ্যাই ধরে রাখতে পারলে বিজেপি এবার কংগ্রেসের ৩৭ বছরের রেকর্ডও ভেঙে দেবে বিজেপি।
advertisement
আরও পড়ুন: মমতার সফরকালেই কেন্দ্রীয় মন্ত্রীর ফোন রাজ্যের মন্ত্রীকে, বাংলার জন্য বিরাট সুখবর!
view comments১৯৮৫ সালে গুজরাতে ১৮২ আসনের গুজরাত বিধানসভার ১৪৯ আসনেই জয় ছিনিয়ে নিয়েছিল কংগ্রেস। ২০২২ এ দাঁড়িয়ে কংগ্রেসের সেই আসন সংখ্যা ২০ নীচে এসে থেমেছে। রকেট গতিতে উত্থান হয়েছে বিজেপির। এই ট্রেন্ডই বহাল থাকলে দিনের শেষে কংগ্রেসের আসন ১৬০ পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
Location :
First Published :
December 08, 2022 12:01 PM IST