'গুজরাতে অপহরণ হয়েছেন আপ প্রার্থী,' বিজেপির বিরুদ্ধে অভিযোগ সিসোদিয়ার
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
#নয়াদিল্লি: গুজরাত আম আদমি পার্টির প্রার্থীকে অপহরণের অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ ট্যুইট করে এই অভিযোগ তুলেছেন তিনি৷ শুধু কেজরিওয়াল নন, বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন আপের বাকি নেতারাও৷ তাঁদের অভিযোগ, সুরাটের আপ প্রার্থী কাঞ্চন জারিওয়ালার খোঁজ মঙ্গলবার রাত থেকে মিলছে না৷ আপের দাবি, বিজেপি এর পিছনে আছে৷ ওই আপ প্রার্থীকে বিজেপির লোকেরাই অপহরণ করেছে বলে অভিযোগ আপের৷ যদিও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিজেপি নেতারা৷
আপ নেতা মনীশ সিসোদিয়া জানিয়েছেন, "গুজরাতে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে৷ আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীরা মুখ থুবড়ে পড়বেন৷ আর সেই ভয়ে আমাদের প্রার্থীকে অপহরণ করা হয়েছে৷ কাঞ্চন জারিওয়ালা এবং তাঁর পরিবারের খোঁজ মঙ্গলবার রাত থেকে মিলছে না৷ মনোনয়ন পত্র স্ক্রুটিনি করতে গেছিলেন তিনি৷ কিন্তু সেই অফিস থেকে ফেরার পরে নিখোঁজ৷ বিজেপির গুণ্ডারা আমাদের দলের এই নেতাকে তুলে নিয়ে গিয়েছে৷ এখন তিনি কোথায় আছেন, সেই খোঁজ আমরা পাচ্ছি না৷ এটা মারাত্মক ঘটনা৷ শুধু প্রার্থীকে অপহরণ করা নয়, এর আসলে গণতন্ত্রকে অপহরণ করা৷"
advertisement
আরও পড়ুন, আচমকা কার্ডিয়াক অ্যারাস্ট, অতি সঙ্কটে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা
advertisement
অরবিন্দ কেজরিওয়ালও ট্যুইট করে বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন৷ তিনি ট্যুইটে জানিয়েছেন, "প্রথমে কাঞ্চনের মনোনয়ন পত্র বাতিল করার চেষ্টা করেছিল বিজেপি৷ কিন্তু সেটা গ্রহণ হয়ে যায়৷ এর পরেই সেই মনোয়নপত্র তোলার জন্য চাপ দিয়েছিল বিজেপি নেতারা৷ আমাদের দলের নেতা কি কিডন্যাপ হয়েছে?"
advertisement
Our candidate from Surat (East), Kanchan Jariwala, and his family missing since yesterday. First, BJP tried to get his nomination rejected. But his nomination was accepted. Later, he was being pressurised to withdraw his nomination.
Has he been kidnapped? — Arvind Kejriwal (@ArvindKejriwal) November 16, 2022
advertisement
আরও পড়ুন, বঙ্গোপসাগরে ফের তৈরি নতুন নিম্নচাপ, ঝোড়ো হাওয়া-বৃষ্টি, কলকাতার শীতের ইনিংসে কী ইতি,রইল আপডেট
যদিও বিষয়টি নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও মন্তব্য করতে চাননি বিজেপি নেতারা৷ ১৮২ আসনের গুজরাত বিধানসভা আসনের নির্বাচন শুরু হবে ডিসেম্বর থেকে৷ মোট দুই দফায় হবে এই নির্বাচন পর্ব৷ ভোটের ফল প্রকাশ হবে ৮ তারিখ৷ এবারের গুজরাত বিধানসভা নির্বাচনকে প্রথম থেকেই পাখির চোখ করেছে আম আদমি পার্টি৷ ভোটের আগেই বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন তারা৷
Location :
First Published :
November 16, 2022 1:04 PM IST