Gujarat and Himachal Pradesh Assembly Election Results 2022: রেকর্ড আসন নিয়ে মোদির গুজরাত বিজেপি'রই, হিমাচলে ক্ষমতা দখল কংগ্রেসের!

Last Updated:

Gujarat and Himachal Pradesh Assembly Election Results 2022: গুজরাতে ১৫৭ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। যার মধ্যে ৬৩ আসনে জয় নিশ্চিত হয়েছে। কংগ্রেস এগিয়ে ১৭ আসনে, যার মধ্যে ৫ আসনে জয় নিশ্চিত হয়েছে।

গুজরাত বিজেপির, হিমাচল কংগ্রেসের
গুজরাত বিজেপির, হিমাচল কংগ্রেসের
#নয়াদিল্লি: টানা সাত বার গুজরাতে ফুটতে চলেছে পদ্ম। ফের সেই মোদি ম্যাজিকেই আস্থা রাখল প্রধানমন্ত্রীর নিজের রাজ্য। ভোট গণনার যা মুহূর্তের ট্রেন্ড, তাতে মোদি ম্যাজিকে ভর দিয়ে বিজেপি সরকার গঠন করতে চলেছে গুজরাতে, একই সঙ্গে রেকর্ড সংখ্যক আসন নিয়েও। ১৯৮৫-তে মাধব সিংহ সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস পেয়েছিল ১৪৯টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ১৪টি আসন। এখনও পর্যন্ত গুজরাতে অত আসন কেউ জিততে পারেনি। এ বার কি সেই রেকর্ডও ভেঙে দেবে বিজেপি? অন্তত ট্রেন্ড তাই বলছে। তবে, কংগ্রেসের জন্য আশার খবর নিয়ে এল হিমাচল প্রদেশ। বিজেপিকে হারিয়ে আবার শৈল রাজ্যে ক্ষমতা দখলের পথে কংগ্রেস।
এখনও পর্যন্ত যা হিসেব সামনে এসেছে, গুজরাতে ১৫৭ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। যার মধ্যে ৬৩ আসনে জয় নিশ্চিত হয়েছে। কংগ্রেস এগিয়ে ১৭ আসনে, যার মধ্যে ৫ আসনে জয় নিশ্চিত হয়েছে। প্রথমবার গুজরাতে লড়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ৪ আসনে, যার মধ্যে ১ আসনে জয় নিশ্চিত হয়েছে। আর অন্যান্যরা ইতিমধ্যে জিতে গিয়েছে ৪ আসন।
advertisement
advertisement
অপরদিকে, ৬৮ আসনের হিমাচলে কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৯ আসনে, যার মধ্যে ২০ আসনে জয় নিশ্চিত হয়েছে। বিজেপি এগিয়ে ২৬ আসনে, যার মধ্যে ১৪ আসনে জয় নিশ্চিত হয়েছে। অন্যান্যরা এগিয়ে ৩ আসনে, যার মধ্যে ২ আসনে জয় নিশ্চিত হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের আপ অবশ্য হিমাচলে খাতাই খুলতে পারেনি।
advertisement
নিজের জয় নিশ্চিত হতেই হার্দিক পটেল বলেন, ''বিজেপির কাজের জয়। আগামী ২০ বছরের জন্য কাজ শুরু করবে এবার গেরুয়া শিবির।'' অপরদিকে, কংগ্রেসের ভোটে থাবা বসিয়ে বিজেপি-রই সুবিধা করে দিল আপ? গুজরাতের ফলে সেরকমই ইঙ্গিত মিলতে শুরু করেছে। গুজরাতে জয়ী হয়েছেন বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। ২০১৭-র নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। ১ লক্ষ ভোটের বেশি মার্জিনে জয় পেয়েছেন তিনি। আগামী ১১ (রবিবার) বা ১২ ডিসেম্বর (সোমবার) শপথ নিতে পারেন ভূপেন্দ্র পটেল ও তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা, এমনটাই সূত্রের খবর।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Gujarat and Himachal Pradesh Assembly Election Results 2022: রেকর্ড আসন নিয়ে মোদির গুজরাত বিজেপি'রই, হিমাচলে ক্ষমতা দখল কংগ্রেসের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement