Lok Sabha Elections 2024: সপ্তম দফার ভোটে স্পর্শকাতর তিন পুলিশ জেলা, মোতায়েন করা হবে অতিরিক্ত বাহিনী

Last Updated:

Lok Sabha Elections 2024: নির্বাচন কমিশন জানিয়েছে, সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হবে কলকাতায়। এছাড়াও প্রতিটি কেন্দ্রে কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা-ও জানাল কমিশন।

কোথায় কত বাহিনী সপ্তম দফায়?
কোথায় কত বাহিনী সপ্তম দফায়?
কলকাতা: নির্বাচন কমিশন জানিয়েছে, সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হবে কলকাতায়। এছাড়াও প্রতিটি কেন্দ্রে কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা-ও জানাল কমিশন।
সপ্তম দফার ভোটে সন্দেশখালির প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে নূন্যতম ‘১ সেকশন’ আধা সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে কমিশন। সপ্তম দফার ভোটে সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের নজরে তিন পুলিশ জেলা। বারুইপুর, সুন্দরবন এবং বসিরহাট পুলিশ জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাই বিশেষ নজর নির্বাচন কমিশনের।
advertisement
advertisement
সাধারণত একটি ভোটগ্রহণ কেন্দ্রে দু’টি বুথ থাকলে ‘হাফ সেকশন’ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু বারুইপুর, সুন্দরবন এবং বসিরহাট- এই তিন পুলিশ জেলার ক্ষেত্রে কড়াকড়ি নির্বাচন কমিশনের। একটি ভোটগ্রহণ কেন্দ্রে দু’টি বুথ থাকলে ও মোতায়েন হবে ১ সেকশন কেন্দ্রীয় বাহিনী। বসিরহাট পুলিশ জেলার অধীনেই সন্দেশখালি, তাই সেখানে বাড়তি নজর কমিশনের। মূলত ভোটগ্রহণ চলাকালীন আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
advertisement
সপ্তম দফার ভোটগ্রহণ ১ জুন। সেই দিন ভোট হওয়ার কথা রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রে। তালিকায় রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। এর লোকসভা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে একাধিক স্পর্শকাতর বুথ। তাই সপ্তম দফার ভোট সুষ্ঠুভাবে করার জন্য সতর্ক নির্বাচন কমিশন।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024: সপ্তম দফার ভোটে স্পর্শকাতর তিন পুলিশ জেলা, মোতায়েন করা হবে অতিরিক্ত বাহিনী
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement