Cyclone Rimal update: কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল, ঝড়ের গতিবেগ কত হতে পারে? রিমল নিয়ে বড় আপডেট
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Cyclone Rimal weather update: ঘূর্ণিঝড় নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। কোথায় ল্যান্ডফল হবে এবং কত থাকবে জড়ের গতিবেগ সবটাই জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতা: ঘূর্ণিঝড় নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। কোথায় ল্যান্ডফল হবে এবং কত থাকবে জড়ের গতিবেগ সবটাই জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার ২৬ শে মে মাঝরাতে সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবনের আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল। দক্ষিণ ২৪ পরগনার উপকূলে সুন্দরবনে প্রধান আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রিমলের। সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার সেই সঙ্গে রয়েছে প্রবল বৃষ্টির আশঙ্কা। জলোচ্ছ্বাসের জেরে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
advertisement
advertisement
রিমল উপকূলে আছড়ে পড়ার (ল্যান্ডফল) সময় সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা।
ঘূর্ণিঝড় এই মুহূর্তে গভীর নিম্নচাপ রূপে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের মধ্যেই এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিক ভাবে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে রিমল, শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এরপর এগোতে পারে সোজা উত্তর দিকে। রবিবার শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে প্রতি ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগে ল্যান্ডফলের সম্ভাবনা।
advertisement
মৌসম ভবন জানিয়েছে, বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুন্দরবনে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রবিবার মধ্যরাতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2024 4:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Rimal update: কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল, ঝড়ের গতিবেগ কত হতে পারে? রিমল নিয়ে বড় আপডেট