Dilip Ghosh: কথার লড়াই শেষ, প্রথমবার মুখোমুখি হয়েই অবাক করলেন দিলীপ-কীর্তি

Last Updated:

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা ভারতীয় বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের প্রাক্তণ সদস্য কীর্তি আজাদ ও এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বাকযুদ্ধ এবারের নির্বাচনে আলাদা মাত্রা যোগ করেছে।

মুখোমুখি দিলীপ-কীর্তি৷
মুখোমুখি দিলীপ-কীর্তি৷
মন্তেশ্বর: এ যেন উলটপূরাণ। গত একমাস ধরে দু জনের কথার লড়াই দেখেছে রাজ্যবাসী৷ ভোটের দিন অবশ্য সৌজন্যের ছবিই দেখল বর্ধমান-দুর্গাপুর৷ পরস্পরকে দেখে জড়িয়ে ধরলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ও  বিজেপির দিলীপ ঘোষ।
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা ভারতীয় বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের প্রাক্তণ সদস্য কীর্তি আজাদ ও এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বাকযুদ্ধ এবারের নির্বাচনে আলাদা মাত্রা যোগ করেছে। গত একমাস ধরে দুজনেই পরস্পরের বিরুদ্ধে সমানে বাক্যবাণ বর্ষণ করে গিয়েছেন। ভোটের ময়দানে বাকযুদ্ধ কোন পর্যায়ে যেতে পারে তা দেখিয়েছেন এই দুই প্রার্থী। সেই তাঁরাই মুখোমুখি হলেন ভোটের দিন, হল করমর্দন। চলল সৌজন্য বিনিময়।
advertisement
advertisement
এ দিন সকাল থেকেই নিজের লোকসভা কেন্দ্র জুড়ে ছুটে বেড়ালেন দুই প্রার্থী। ভোটার ও দলীয় ভোট কর্মীদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিলেন ভোটের গতি প্রকৃতির। আর এরই ফাঁকে মন্তেশ্বরের কুসুমগ্রামে সামনা সামনি দেখা হয়ে গেল যুযুধান দুই পক্ষের। তবে এই সাক্ষাৎ সম্পূর্ণ রাজনৈতিক সৌজন্যের নজির বলেই জানিয়েছেন দুই প্রার্থী। গাড়ি থেকে রাস্তায় নেমে পরস্পরকে আলিঙ্গন করার পাশাপাশি কুশল বিনিময় করেন তাঁরা। পরে হাত জোর করে দুজন দুজনকে নমস্কারও জানান। আর রাজনৈতিক এই সৌজন্য আগামীদিনেও যাতে বজায় থাকে সেই প্রত্যাশাই করছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাধারণ ভোট দাতারা।
advertisement
এদিন সকালে দুর্গাপুরে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। বেলার দিকে তিনি ঢোকেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে। অন্যদিকে এ দিন সকালে বর্ধমান দক্ষিণের একের পর এক বুথে ঘোরেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বেলার দিকে তিনিও যান মন্তেশ্বরে। কুসুমগ্রামের একটি বুথের কাছে মুখোমুখি হন দুজনে। তখনই পরস্পর সৌজন্য বিনিময় করেন।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dilip Ghosh: কথার লড়াই শেষ, প্রথমবার মুখোমুখি হয়েই অবাক করলেন দিলীপ-কীর্তি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement