CPIM: শনিবার গভীর রাত, CPIM পার্টি অফিসের ভিতরে ঘটল মারাত্মক কাণ্ড! এক যুবককে ধরল পুলিশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
CPIM: রাতের অন্ধকারে সিপিএমের নির্বাচনী অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
রঞ্জিত সরকার, নদিয়া: রাতের অন্ধকারে সিপিএমের অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও সেখানে থাকা দলীয় পতাকা অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য। নদিয়ার তাহেরপুরের এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
রাতের অন্ধকারে সিপিএমের নির্বাচনী অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই কার্যালয়ে থাকা সিপিএমের পতাকা ও অন্যান্য সামগ্রী পুড়িয়ে ফেলার ঘটনায় রবিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে তাহেরপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে।
আরও পড়ুন: ‘১৫ দিনে দু’বার প্রার্থী বদল, মানুষ জানে না এদের প্রার্থী কে’! বীরভূম নিয়ে বিজেপিকে খোঁচা অভিষেকের
advertisement
advertisement
নির্বাচনী কাজ করার জন্য পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে রাস্তার পাশে একটি অস্থায়ী কার্যালয় তৈরি করেছিল সিপিএম। সেখানে দলীয় পতাকা, ফেস্টুন, চেয়ার, টেবিল ও অন্যান্য নথিপত্র রাখা ছিল। বিষয়টি নিয়ে তাহেরপুর থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2024 10:36 AM IST