Abhishek Banerjee: ‘১৫ দিনে দু'বার প্রার্থী বদল, মানুষ জানে না এদের প্রার্থী কে’! বীরভূম নিয়ে বিজেপিকে খোঁচা অভিষেকের

Last Updated:

Lok Sabha Election: বীরভূমের দুবরাজপুরের সভায় বিজেপিকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ‍্যায়।

‘১৫ দিনে দু'বার প্রার্থী বদল, মানুষ জানে না এদের প্রার্থী কে’! বীরভূম নিয়ে বিজেপিকে খোঁচা অভিষেকের
‘১৫ দিনে দু'বার প্রার্থী বদল, মানুষ জানে না এদের প্রার্থী কে’! বীরভূম নিয়ে বিজেপিকে খোঁচা অভিষেকের
বীরভূম: বীরভূমের দুবরাজপুরের সভায় বিজেপিকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ‍্যায়। তিনি বলেন, ‘‘বিজেপিকে ধন্যবাদ দিই৷ তৃণমূল তাদের আবর্জনা বার করে দিয়েছিল। আর সেই আবর্জনা ২০২১ সালে বিজেপি নিয়ে নিয়েছে। তাই আমাদের ফল ভাল হয়েছে৷ আর সরকারের আবর্জনা দেবাশিষ ধরের মতো লোকেরা৷ যার নেতৃত্বে শীতলকুচিতে পাঁচ জন মারা গিয়েছিল। আজ তার প্রতি যোগ্য বিচার হয়েছে৷’’
তিনি আরও বলেন, ‘‘দেবাশিষ ধর প্রার্থী হয়ে তারাপীঠে পুজো দিতে গিয়েছিল। তারা মা সুবিচার করেছে। এই মাটিতে একাধিক সতী পীঠ রয়েছে৷ লাল মাটির জেলা সংস্কৃতি রক্ষার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছে৷ সেই মাটিকে বিজেপি কলুষিত করেছে৷ শান্তিনিকেতনে ফলক থেকে কবিগুরুর নাম সরিয়ে দিয়েছে৷ অমর্ত্য সেনকে তার বাড়ি থেকে উৎখাতের নোটিশ দিয়েছিল।’’
advertisement
advertisement
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘প্রধানমন্ত্রী আজও টাকা আটকে রেখেছে৷ যদিও মমতা বন্দোপাধ্যায় সেই টাকা দিয়েছেন।
সারাক্ষণ ধরে এরা চেষ্টা করছে কি করে কালিমালিপ্ত করা যায়। স্যাকরার ঠুকঠাক। কামারের এক ঘা। সেই সুযোগ পাচ্ছেন আপনারা। সিবিআই, ইডি, এন আই এ তৃণমূল নেতাদের বাড়িতে পাঠাচ্ছে৷ আমরা এদের ভয় পাই না। ১৩ মে ভোট দেবেন। সেই দিনটা ঐতিহাসিক। ২০১১ সালে বামেদের সরিয়েছিল। সেই দিন আবার বীরভূমে বোতাম টিপবেন৷ আর দিল্লিতে ভূমিকম্প হবে। কেন্দ্র টাকা দিক বা না দিক। রাজ্য সরকার ৩১ডিসেম্বর মধ্যে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেবে৷ এটা আমাদের গ্যারান্টি।’’
advertisement
এদিনের সভায় বীরভূমের বিজেপির প্রার্থী বদল নিয়েও সরব অভিষেক। তিনি বলেন, ‘‘ বীরভূমে ৯ লক্ষ মানুষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। ১৫ দিনে দু’বার প্রার্থী বদল৷ মানুষ জানে না এদের প্রার্থী কে? কাল দেখছিলাম গাড়ি থেকে স্টিকার তোলা হচ্ছে৷ দেওয়াল মোছা হচ্ছে৷ কি দূর্গতি এদের। একদিকে মমতা বন্দোপাধ্যায় চাকরি দিচ্ছেন, আর অন্যদিকে বিজেপি চাকরি খাচ্ছে৷ দিদি দিচ্ছে, মোদিজি আটকে দিচ্ছে বিজেপির রাজ্য ও কেন্দ্র স্তরের নেতাদের সমর্থন নিয়েই কী কোচবিহারের বিজেপি নেত্রী লক্ষ্মীর ভান্ডার বন্ধের কথা বলেছেন? কারণ এখনও শো-কজ বা বহিষ্কার তিনি হননি৷ তবে জেনে রাখুন লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না।’’
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Abhishek Banerjee: ‘১৫ দিনে দু'বার প্রার্থী বদল, মানুষ জানে না এদের প্রার্থী কে’! বীরভূম নিয়ে বিজেপিকে খোঁচা অভিষেকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement