Amit Shah on Family Politics: রাহুল, অখিলেশ, তেজস্বী, উদ্ধবদের পরিবাতন্ত্রকে কাঠগড়ায় তুললেন শাহ

Last Updated:

নিউজ 18-কে একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কংগ্রেস, সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল-এর মত বেশ কিছু দল দেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের বিপজ্জনক প্রবনতা তৈরি করেছে।

আঁচ পাচ্ছে তৃণমূলও!
আঁচ পাচ্ছে তৃণমূলও!
বেঙ্গালুরু :  কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের মধ্যে পরিবারতন্ত্রকে আরও কড়া একবার ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ। কর্ণাটকে বিধানসভা ভোটের প্রচারের ফাঁকে মঙ্গলবার নিউজ 18-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, কংগ্রেস, সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল-এর মত বেশ কিছু দল দেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের বিপজ্জনক প্রবনতা তৈরি করেছে।
রাজনীতিতে কাকে পরিবারতন্ত্র বলে তার উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন অমিত শাহ। কারণ ভোটমুখী কর্ণাটকে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ছেলে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় কংগ্রেস সহ বিরোধীরা অভিযোগ তুলছে, মুখে পরিবারবাদের বিরোধিতা করলেও আসলে গেরুয়া শিবিরেও পরিবারতন্ত্র চালু আছে।
আরও পড়ুন   https://bengali.news18.com/news/elections/free-cylinders-milk-and-uniform-civil-code-nrc-is-in-manifesto-of-bjp-for-karnataka-poll-swk-1081303.html   BJP Manifesto : কর্ণাটকে ক্ষমতায় ফিরলে এনআরসি, দেওয়ানি বিধির পাশাপাশি বিনামূল্যে সিলিন্ডার, দুধের প্রতিশ্রুতি বিজেপির
advertisement
advertisement
বিরোধীদের এই অভিয়োগের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যুক্তি, ইয়েদুরাপ্পা নিজে নির্বাচনী রাজনীতি থেকে সরে গিয়েছেন। এক্ষেত্রে তাঁর ছেলের ভোটে দাঁড়ানো কোনও যুক্তিতে পরিবারতন্ত্র হতে পারে না।
বিজেপি-র প্রাক্তন সভাপতির অভিযোগ, কংগ্রেসে, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আবার প্রিয়াঙ্কা গান্ধী-র মত সকলেই পারিবারিক সূত্রে দলের শীর্ষ পদে বা কাছাকাছি স্তরের দায়িত্ব পেয়েছেন।
advertisement
সমাজবাদী পার্টি্তে মুলায়ম সিং যাদবের পর দলের সভাপতি হয়েছেন অখিলেশ যাদব। আবার রাষ্ট্রীয় জনতা দলে লালুপ্রসাদ যাদবের পর দলের দায়িত্ব পেলেন তেজস্বী যাদব। আবার মহারাষ্ট্রে বালাসাহেব ঠাকরের পর উদ্ধব ঠাকরে এবং তারপরে আদিত্য ঠাকরে। একেই বলে পরিবারতন্ত্র। কোনও এক নেতার ছেলের ভোটে দাঁড়ানো মানেই পরিবারবাদ নয়।ট
এরপর নিজের দলের প্রসঙ্গে অমিত শাহ জানিয়ে দেন, বিজেপি-র সভাপতি ছিলেন লালকৃষ্ণ আদবানি। বেঙ্কাইয়া্ নাইডু. রাজনাথ সিং, নীতিন গড়করি, তিনি এবং আপাতত জে পি নাড্ডা দলের সভাপতির দায়িত্ব পেয়েছেন। কিন্তু এরা কেউ তো এক পরিবারের সদস্য নন। এটাই বিজেপির বৈশিষ্ট্য, তাঁরা পরিবারতন্ত্রকে রাজনীতিতে জায়গা দিতে চান না।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Amit Shah on Family Politics: রাহুল, অখিলেশ, তেজস্বী, উদ্ধবদের পরিবাতন্ত্রকে কাঠগড়ায় তুললেন শাহ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement