Gujarat Elections 2022: মোদির গুজরাতে এখনও কংগ্রেসের দখলে এই রেকর্ড, এবার ভাঙতে পারবে বিজেপি? জানা যাবে আগামিকাল

Last Updated:

১৯৯০ সালের নির্বাচনেই গুজরাতে নিজেদের সবথেকে খারাপ ফল করেছিল কংগ্রেস৷ ওই নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৩৩৷

আগামিকাল গুজরাত নির্বাচনের ফল৷ প্রতীকী ছবি
আগামিকাল গুজরাত নির্বাচনের ফল৷ প্রতীকী ছবি
#আহমেদাবাদ: আগামিকাল গুজরাতে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা৷ প্রায় সব এক্সিট পোলেরই পূর্বাভাস, ফের গুজরাতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি৷ রেকর্ড সংখ্যক আসনও পেতে পারে তারা৷ এবারে জিতলে টানা সপ্তম বার গুজরাতে সরকার গঠন করবে পদ্ম ব্রিগেড৷
কিন্তু গুজরাতে বিজেপি-র এই সাফল্য সত্ত্বেও এখনও একটি রেকর্ড রয়েছে কংগ্রেসের দখলে৷ গত সাতটি বিধানসভা নির্বাচনে জিতলেও যে রেকর্ড ভাঙা সম্ভব হয়নি বিজেপি-র পক্ষে৷ মোদি ম্যাজিকে ভর করে এবার কংগ্রেসের সেই রেকর্ড বিজেপি ভাঙতে পারে কি না, তা অবশ্য আগামিকালই জানা যাবে৷
advertisement
advertisement
তথ্য বলছে, ১৯৮৫ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস একাই ১৪৫টি আসনে জয়ী হয়েছিল৷ গুজরাতের বিধানসভা নির্বাচনের ইতিহাসে, এখনও পর্যন্ত কোনও দলই এর থেকে বেশি সংখ্যক আসন পায়নি৷ শুধু তাই নয়, কংগ্রেসই একমাত্র দল যারা তিন বার গুজরাত নির্বাচনে ১৪০-এর বেশি আসন পেয়ে জয়ী হয়েছে৷
১৯৭২ সালে গুজরাতে কংগ্রেস পেয়েছিল ১৪০টি আসন৷ আবার ১৯৮০ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যা ছিল ১৪১৷ প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৫ সালেই শেষ বারের মতো গুজরাতের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল কংগ্রেস৷
advertisement
আবার ১৯৯০ সালের নির্বাচনেই গুজরাতে নিজেদের সবথেকে খারাপ ফল করেছিল কংগ্রেস৷ ওই নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৩৩৷ ভোট প্রাপ্তির হার ছিল মাত্র ৩১ শতাংশ৷
অন্য দিকে ১৯৯৫ সালে প্রথমবার গুজরাতে ক্ষমতায় আসে বিজেপি৷ তার পর থেকে গুজরাতে প্রত্যেক বিধানসভা নির্বাচনেই পদ্মফুল ফুটেছে৷ ২০০২ সালে ১২৭টি আসন পেয়ে জয়ী হয় বিজেপি৷ যা গুজরাতে এখনও পর্যন্ত তাদের সবথেকে ভাল ফল৷
advertisement
ক্ষমতায় ফিরতে না পারলেও অবশ্য ১৯৯৫ সাল থেকে গুজরাতের প্রতিটি বিধানসভা নির্বাচনেই কংগ্রেসের ভোট প্রাপ্তির হার বেড়েছে৷ ২০১৭ সালে যা বেড়ে হয় ৪৩ শতাংশ৷ ২০০২ সাল বাদ দিলে ১৯৯০ থেকে ২০১৭ সালের মধ্যে প্রতিটি বিধানসভা নির্বাচনেই গুজরাতে কংগ্রেসের আসন সংখ্যাও বেড়েছে৷ ১৯৯৮ সাল থেকে রাজ্যে প্রতিটি নির্বাচনেই কংগ্রেসের ভোট প্রাপ্তির হার ৩৫ শতাংশের উপরে থেকেছে৷ তিন দশকেরও বেশি সময় রাজ্যে ক্ষমতায় না থাকা সত্ত্বেও গুজরাতে এখনও কংগ্রেসই দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তম দল৷
advertisement
এবারে অবশ্য গুজরাতে কংগ্রেসকে নিয়ে সেভাবে আশার আলো দেখছেন না কেউই৷ তার উপরে কংগ্রেসের ভোটে থাবা বসাতে পারে আম আদমি পার্টিও৷ এই পরিস্থিতিতে অতীত গরিমাই এখন গুজরাতে কংগ্রেসের নেতা কর্মীদের একমাত্র ভরসা৷ মোদি ম্যাজিকে ভর করে বিজেপি-ও কংগ্রেসের তৈরি রেকর্ড ভাঙতে পারে কি না, বৃহস্পতিবার সেদিকেও নজর থাকবে৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Gujarat Elections 2022: মোদির গুজরাতে এখনও কংগ্রেসের দখলে এই রেকর্ড, এবার ভাঙতে পারবে বিজেপি? জানা যাবে আগামিকাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement